এক দিনে ৩৭ কোটি, তিন দিনে ১০০ কোটি?
দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান—শিবা’ সিনেমা। ভিএফএক্স আর অ্যাকশনে ভরা ট্রেইলার দেখে এর আগে অন্তর্জালে চলেছিল নানা আলোচনা। আর মুক্তির প্রথম দিনই বক্স অফিসে বেশ ভালো সংগ্রহ।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির দিন ভারতের বক্স অফিসে বেশ ভালো শুরু করেছে। বাণিজ্য পূর্বাভাস, মুক্তির দিন সিনেমাটি বক্স অফিসে সংগ্রহ করেছে ৩৬.৫০ কোটি থেকে ৩৮.৫০ কোটি রুপি।
পোর্টালটির দাবি, প্রথম দিনের হিসাবে করোনা-পূর্ব মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘সঞ্জু’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘ধুম থ্রি’র চেয়ে ভালো সংগ্রহ করেছে ‘ব্রহ্মাস্ত্র’।
বলিউড হাঙ্গামা বলছে, ৩৭ কোটি রুপির মধ্যে হিন্দি ভার্সনের সংগ্রহ ৩২ কোটি এবং দক্ষিণি ভার্সনের সংগ্রহ পাঁচ কোটি রুপি। ওপেনিং ডে ইঙ্গিত দিচ্ছে, তিন দিনে ১০০ কোটির এলিট ক্লাবে পৌঁছাতে পারে সিনেমাটি।
হালে বলিউডের সিনেমা বক্স অফিসে ভালো সংগ্রহ করতে পারছে না। দক্ষিণি সিনেমার জয়জয়কার। সে হিসাবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার এই ফল আশাব্যাঞ্জক।
তবে হতাশাও প্রকাশ করেছেন অনেকে। এই যেমন বাণিজ্য বিশ্লেষক ও চলচ্চিত্র সমালোচক তারান আদর্শ এ সিনেমাকে পাঁচের মধ্যে দুই স্টার মার্ক দিয়েছেন। টুইট-বার্তায় বলেছেন, সিনেমাটি হতাশ করেছে তাঁকে।
সিনেমায় রণবীর কাপুরের চরিত্রের নাম শিব, যিনি পৃথিবীকে রক্ষা করতে চান। সঙ্গী আলিয়া ভাট।
ট্রেইলারে দেখা গেছে, শিবের (রণবীর কাপুর) সঙ্গে দেখা ইশার (আলিয়া ভাট)। দ্রুতই শিব বুঝতে পারলেন, ব্রহ্মাস্ত্র পাওয়ার জন্য প্রাচীন বাহিনী যুদ্ধে লিপ্ত হচ্ছে। আমরা সেখানে দুজন ভালো মানুষকেও দেখতে পাই, তিনি অমিতাভ বচ্চন ও নাগার্জুন। সিনেমার খলচরিত্রে মৌনী রায় (জুনুন)। অন্ধকার শক্তিকে রুখতে পরে শিব হাতে অস্ত্র তুলে নেয় এবং পৃথিবীকে রক্ষা করে।
এর আগে পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছিলেন, সিনেমাটিতে বিশেষ দৃশ্যে হাজির হবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ট্রেইলারে শাহরুখ খানকে দেখা গেছে। তিনি বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথম বারের মতো জুটি বাঁধলেন অফ-স্ক্রিন কাপল রণবীর-আলিয়া। এটি ট্রিলজির প্রথম পর্ব।