এক মাসে দুই সিনেমা মুক্তি, আলোচনায় শরিফুল রাজ
বাংলাদেশে চলচ্চিত্র সেন্সর বোর্ডের এক সদস্য আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘পরাণ’ সিনেমা দেখা শেষ করে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে প্রশংসায় ভাসাচ্ছিলেন এক অভিনেতাকে। বলছিলেন, ‘তাঁর বডি ল্যাঙ্গুয়েজও যেন অভিনয় করছিল। ঠিকমতো পরিচালকের হাতে পড়লে সে আগামীতে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাবে।’
সেন্সর বোর্ডের সেই সদস্য এই অভিনেতার পুরো নাম জেনেছেন সিনেমাটা দেখার পর; তিনি শরিফুল রাজ। যাঁকে বড় পর্দায় ২০১৬ সালেই ভরসা করেছিলেন নির্মাতা রেদওয়ান রনি। এরপর লম্বা বিরতি, সবশেষ ‘ন ডরাই’ সিনেমায় নজর কেড়েছেন।
চলতি মাসেই এই শরিফুল রাজের মুক্তি পাচ্ছে দুই সিনেমা। মাসের শুরুতে মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা ‘পরাণ’। সিনেমা মুক্তির আগেই সিনেমার টিজার আর ট্রেইলার দেখে অন্তর্জালে আলোচনায় এই অভিনেতা। ঢাকাই সিনেমায় তারকা অভিনেতা আসার আভাস দেখছেন নেটিজেনরা।
চিত্রনায়ক শরিফুল রাজের ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হবে ‘পরাণ’। অন্তর্জালে আলোচনা প্রসঙ্গে এই নায়কের ভাষ্য, ‘সেন্সর বোর্ডের অনেকেই আমার প্রশংসা করেছেন বলে শুনেছি। ফেসবুকে কথাবার্তা হচ্ছে। আমি আসলে শুধু ভালো কাজটা করতে চাই। এসব প্রশংসা বা আলোচনায় ভাসতে চাই না।’
চলতি মাসের শেষেও মুক্তি পাচ্ছে শরিফুল রাজের সিনেমা, সেটি মিস্ট্রি ড্রামা ঘরানার ‘হাওয়া’। পরিচালক মেজবাউর রহমান সুমনের তারকাবহুল এই সিনেমাটি মুক্তি পাবে ২৯ জুলাই। সিনেমাটিতে রাজ অভিনয় করেছেন ইব্রাহিম চরিত্রে। সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। এই সিনেমার ট্রেইলার প্রকাশের পরই আলোচনা শুরু হয়েছে, নজর কড়েছেন অভিনেতারা।
একে প্রথম ঈদে সিনেমা মুক্তি, তারপর এক মাসে দুই সিনেমা, চাপ কেমন? এনটিভি অনলাইনের প্রশ্নে শরিফুল রাজের সরল উত্তর, “প্রথম প্রথম চাপ কাজ করত। এখন স্বাভাবিক। সিনেমাটি দুটির কাজ অনেক আগেই শেষ করেছি। ‘পরাণ’ শেষ করেই ‘হাওয়া’র কাজ করেছি, সেভাবেই সিনেমা দুটি মুক্তি পাচ্ছে। আমরা পুরো টিম পরিশ্রম করেছি। দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখলেই আমাদের কষ্টটা সার্থক হয়।”
শরিফুল রাজের মুক্তি অপেক্ষায় আছে ‘দামাল’ ও ‘রক্তজবা’ সিনেমা। এই সিনেমা দুটি নিয়েও আশাবাদী তিনি। বলছিলেন, ‘আমি গল্পনির্ভর কাজ করতে চাই। হিরোনির্ভর সিনেমায় কাজ করব না, এমনটা নয়। আমি ভালো ভালো গল্পের কাজ করে তৃপ্তি পেতে চাই।’
সিনেমার বাইরে ওয়েব দুনিয়ায়ও কাজ করছেন রাজ। এখন সময়ই বলে দেবে শরিফুল রাজ ঢাকাই সিনেমায় রাজত্ব করবেন কি না।