এনটিভিতে একুশের বিশেষ নাটক ‘গহীনের আলো’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামী ২১ ফেব্রুায়ারি রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গহীনের আলো’।
মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য, রচনা ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, সাবিহা জামান, সাদ্দাম হোসাইন, রিমু রেজা খন্দকার, শিশির আহমেদ প্রমুখ।
নাটকের গল্প এমন—তিতলি ভালোবাসে যুক্তকে। যুক্ত খুব প্রাণবন্ত ছেলে। চাকরি করে। তিতলি মাস্টার্স শেষ করে গবেষণা করছে ভাষা আন্দোলনের ওপর। গবেষণা করতে গিয়ে তিতলি আবিষ্কার করে ভাষা আন্দোলনের একজন নায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশকে। তর্কবাগীশ ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তর্কবাগীশ প্রসঙ্গে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। রাস্তায় হাঁটতে হাঁটতে তিতলি দেখতে পায় তর্কবাগীশ ওর সঙ্গে হাঁটছে।
গবেষণার শিক্ষক অরিন্দম রায় সাহায্য করে তিতলিকে। ওকে নিয়ে বায়ান্ন সালে যেখানে যেখানে ভাষা আন্দোলন হয়েছিল, সেসব জায়গায় যায়। রিকশায় যাওয়ার সময়ে দেখে যুক্ত। বাসায় গিয়ে ঝগড়া করে। তিতলি কাঁদে। তিতলি গবেষণা প্রতিবেদন লিখে জমা দেয় অরিন্দমের কাছে। কারও সঙ্গে যোগাযোগ নেই। যুক্ত বিদেশে যাওয়ার চেষ্টা করে। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।