এনটিভিতে ‘ছেলেটির এখন কি হবে’
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘ছেলেটির এখন কি হবে’।
অনিন্দ্য টিটোর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিকু চৌধুরী। নাটকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান ও ঊর্মিলা শ্রাবন্তী কর। এ ছাড়া রয়েছেন আজিজুল হাকিম, সাহেলা আক্তার, রকি খান, মিনা ত্রিশানা, রাহুল বড়ুয়া প্রমুখ।
নাটকের গল্প এমন—অপূর্ব ছয়-সাত বছরের একজন বালক। এই বয়সে বাবা-মায়ের ভালোবাসা উপভোগ করার আগেই অপূর্বের মা নুসরাত ও বাবা মিজান আলাদা হয়ে যায়। কারণ, মিজান শামীমা নামে এক মেয়েকে বিয়ে করে এবং তাদের ঘরে মেঘলা নামে এক মেয়ে আছে। এভাবে চলতে থাকে মিজানের জীবন। কিন্তু মানসিকভাবে সুখে নেই অপূর্ব। কারণ, প্রতিনিয়ত বাবার অপূর্ণতা অনুভব করছে। নুসরাত অপূর্বকে নিজের সব ভালোবাসা দিয়ে আগলে রেখেছে।
নুসরাত চায় অপূর্ব যাতে ওর বাবার কাছে ফিরে না যায়। আর মিজানও চিন্তা করল হয়তো মায়ের কাছে ভালো থাকবে। তাই আইনি ঝামেলায় না গিয়ে মাঝেমধ্যে দেখা করে আসে। এভাবে গল্প এগোতে থাকে।
নাটকের বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দা ও ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে।