এনটিভিতে ‘তবুও লাবনীরা থেমে থাকে না’
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘তবুও লাবনীরা থেমে থাকে না’।
আজম খানের রচনা ও মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আবদুন নূর সজল, সাদিয়া জাহান প্রভা, মোহসীন আলম, সঞ্জয় রাজ, নূর ভাবনা, মিথিলা, সম্রাট প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন অনিক হুমায়ূন।
নাটকের গল্প এমন—লাশকাটা ঘরের সামনে লোকজনের ভিড়। লাশকাটা ঘরের পাশে লাবনীর ছোট বোন নাবিলা অঝোরে কাঁদছে। ছোট ভাই শিহাব উদাস চোখে লোকজনের দিকে তাকিয়ে দেখছে, বুঝতে পারছে না কী হয়েছে। ঘরে মায়ের লাশ, মর্গে বড় বোন। কী করবে নাবিলা? মর্গে প্রবেশ করে ডোম আলাল, এখন লাবনীর লাশ কাটবে সে। ট্রলি টেনে যখন সামনে নিয়ে যায়, তখনই চোখ পড়ে লাবনীর চোখের দিকে। বাঁ চোখ দিয়ে অশ্রু পড়ছে।
অবাক হয় আলাল, কী করবে দিশা পায় না, মনের ভেতর একটা ভয় কাজ করছে। আরও কাছে গিয়ে লাশের বুকের ওপর কান পেতে শব্দ খুঁজে পায়, মুখে স্মিথ হাসি। মেয়েটি বেঁচে আছে। কিন্তু জানাজানি হলে আরেক সমস্যা। ট্রলি ঠেলে ভেতরের রুমে নিয়ে যায়। লাবনীর পা থেকে লাশের নম্বর খুলে অন্য লাশের পায়ে পরিয়ে দেয়। ব্যতিব্যস্ত হয়ে সে লাবনীর হাত-পা মালিশ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে লাবনীর জ্ঞান ফিরে আসে। বাকিটুকু দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।