এনটিভিতে ‘তিথির সারাবেলা’
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘তিথির সারাবেলা’।
আসাদুজ্জামান সোহাগের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, রওনক হাসান, শর্মিলী আহমেদ, আমিরুল হক চৌধুরী, ইকবাল হোসেন, অপু আহমেদ প্রমুখ।
নাটকের গল্প এমন—সংগ্রামী নারী তিথি। বয়স তার পঁয়ত্রিশের মতো। কিন্তু বয়সের চেয়েও অনেক বেশি ভারী দায়িত্ব তাকে পালন করতে হয় প্রতিনিয়ত। সংসারে একদিকে তার প্যারালাইজড মা আর ডায়বেটিকে আক্রান্ত অসুস্থ বাবা, অন্যদিকে কলেজ পড়ুয়া ছোট ভাই আর ভার্সিটি পড়ুয়া বোন। একটা ছোট্ট এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করে সে। অফিস তো আর চার দেয়ালের মধ্যে নয়, ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে রোদের মধ্যে সারা দিন তাকে ঘুরে বেড়াতে হয় বস্তিতে বস্তিতে কিস্তির টাকা কালেকশনের জন্য। কিন্তু কিছুই করার নেই তার, সংসারের ঘানি টানার জন্য এর চেয়ে অন্য কোনও সুব্যবস্থা তার জানা নেই।
নিজের পরিবার ছাড়া তিথির জন্য আর একটা মানুষের রয়েছে স্বার্থহীন দরদ। শিশির তার নাম। শিশির তিথির চাইতে বয়সে চার বছরের ছোট; কিন্তু ভালোবাসা কিংবা মন যেখানে পড়ে রয়েছে বয়স কি সেখানে কখনও বাধা হতে পারে? তিথিরও ভালোলাগে শিশিরকে; কিন্তু সে সাহস পায় না এই সম্পর্কে জড়াতে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প আর তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।