এনটিভিতে ‘নুরুলের শেষের কবিতা’
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘নুরুলের শেষের কবিতা’।
লিমন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিকুল কুমার মন্ডল। অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাশার, মিলি বাশার, শহীদুল্লাহ সবুজ, আনন্দ খালেদ, হোচিমিন ইসলাম প্রমুখ।
নাটকের গল্প এমন—একসময়ের ডাকসাইটে সুন্দরী কবিতা অনেক দিন পর মহল্লায় ফিরে আসে। স্বামীর সঙ্গে সে কলকাতায় থাকত। কবিতার প্রত্যাবর্তনে উল্লাস বয়ে যায় মহল্লার কবি সংঘে। এ সংঘের সভাপতি কবি নুরুল একসময় ভালোবাসত কবিতাকে। খবর পেয়ে নুরুল কবিতাকে দেখতে তার বাড়ি যায়। কিন্তু কবিতার সাড়া মেলে না।
চিঠিতে কবিতা লিখলে জবাব আসে, কিন্তু মানুষ কবিতার দেখা মেলে না। নুরুল জানতে চায়, কবিতার স্বামী-সংসারের খবর। সে সব চেপে যায় কবিতা। বিষয়টি রহস্যের জন্ম দেয় নুরুলের মনে। হঠাৎ জানা যায়, কবিতা ক্যানসারে আক্রান্ত। নুরুল কবিতাকে দেখতে হাসপাতালে ছুটে যায়। এ ভাবে এগিয়ে যায় নাটকের গল্প। দেখতে চোখ রাখুন এনটিভির পর্দায়।