এনটিভিতে বিশেষ নাটক ‘এবার পূজায়’
দুর্গাপূজা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এবার পূজায়’।
প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ, মোহাম্মদ বারি, ফরহাদ লিমন, তনময় তানিয়া, অর্ণব অন্ত প্রমুখ।
নাটকের গল্প এমন—গ্রামে বিশাল জমিদার বাড়ি। এই বাড়ির কর্তা হরিপদ বাবুর এক মেয়ে, দুই ছেলে। সবাই এখন শহরেই থাকে। হরিপদ বাবুর খুব ইচ্ছে, এবার পূজায় সবাই তার কাছে আসবে। দুই ছেলে, বড় ছেলের স্ত্রী ও বাচ্চা আসে। কিন্তু এবার তাদের আদিখ্যেতা যেন অন্য রকম। বাবার প্রতি অতিরিক্ত ভালোবাসায় হরিপদ বাবু মুগ্ধ। এর মধ্যে ছোট মেয়ে মৃণালীও আসে। তার আবার পছন্দ এই গ্রামেরই ঢাকির ছেলে ধ্রুবকে। কিন্তু হরিপদ বাবু কোনও ভাবেই এ সম্পর্ক মেনে নিতে নারাজ। তাই তিনি মেয়েকে এক রকম জোর করেই শহরে পাঠিয়েছিলেন।
সবাই পূজার আয়োজন নিয়ে ব্যস্ত। এরই মাঝে এক রাতে চুরি হয় দেবীর জন্য কেনা দামি গয়না। সেই গয়না পাওয়া যায় ছোট ছেলের ঘরে। ছোট ছেলে বাবাকে বার বার বোঝাতে চেষ্টা করে যে সে গয়না চুরি করেনি। এ ঘটনায় সবচেয়ে অবাক হয় বড় ছেলে আর তার স্ত্রী। তারা এবার এসেছিল যেন বাবার সম্পত্তি ওদের নামে লিখে দেয়। দেবীর ইচ্ছায় বিসর্জনের আগের দিন হরিপদ ঠিকই জেনে যায়, তার বড় ছেলের বউয়ের কীর্তি। বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দায়।