এনটিভিতে শুরু হচ্ছে ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’, রেজিস্ট্রেশন শুরু
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে গত পঞ্চম মৌসুম ধারাবাহিক সাফল্যের পর শুরু হচ্ছে দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র ষষ্ঠ মৌসুম। অন্যান্য বারের মতো এবারও ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
আজ রোববার সকালে এনটিভির সাথে মার্সেলের এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর হয়। উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবির, এডিশনাল অপারেটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমানসহ এনটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজনে এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করি, আগের সব সিজনের চেয়ে এবারের সিজন সবচেয়ে ভালো হবে। আমরা এবার এই শো দিয়ে দেশের কোটি কোটি দর্শককে হাসাতে পারব।’
মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবির বলেন, ‘হা-শো বাংলাদেশের গ্রামসহ সব জায়গায় জনপ্রিয়তা অর্জন করেছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি।’
এবারের আয়োজনটি যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি।
অনুষ্ঠানটির অনলাইন পার্টনার হিসেবে রয়েছে এনটিভি অনলাইন ও অনলাইন নিউজ পার্টনার রাইজিংবিডি ডটকম। টাইটেল স্পন্সর দেশের শার্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল।
যেভাবে ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র ষষ্ঠ মৌসুমের জন্য রেজিস্ট্রেশন করবেন
* মোবাইল ফোনে মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন করতে : মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HS <space> যে জেলায় আছেন, সে জেলার ইংরেজি নামের প্রথম তিন অক্ষর <space> আপনার নাম ইংরেজিতে লিখে ২৬৯৬৯ নম্বরে সেন্ড করুন।
* অথবা নিজের পরিচয়, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে ই-মেইল করুন : [email protected]
* অথবা www.risingbd.com-এর ওয়েবসাইট ভিজিট করে ফরম পূরণ করুন।