এফডিসিতে নির্বাচনি উত্তাপ : আনন্দ মিছিল ও মনোনয়নপত্র সংগ্রহ
প্রায় সময় ফাঁকা পড়ে থাকা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এখন বইছে নির্বাচনি উত্তাপ। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে দিনভর বেশ জমজমাট এই সিনে পাড়া।
আজ ১১ জানুয়ারি দুপুরে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল। চিত্রনায়ক সাইমন, ইমন, নিরব, জেসমিন, গাঙ্গুয়া, আরমান, পরিচালক দেলোয়ার জাহান ঝণ্টু, বদিউল আলম খোকনসহ অনেকে নিয়ে নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁরা।
এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা শিল্পীদের জন্য কাজ করতে চাই। কার্যকরী প্যানেল নিয়ে ভালো কাজের স্বপ্ন দেখে আমরা একসাথে হয়েছি। আশা করছি আপনাদের সবার আন্তরিকতা পাব।’
জানা গেছে, ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন। এদিন আরেক প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহের কথা আছে।
তবে আজ বিএফডিসিতে উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে গেল কমিটির (মিশা সওদাগর- জায়েদ খান) মেয়াদে ১৮৪ জন ভোটাধিকার বাতিল হওয়া শিল্পীরা। দুপুরে হাইকোর্ট থেকে তাঁদের ভোটাধিকার ফিরে পাওয়ার খবর জানিয়ে আনন্দ মিছিল ও আবেগে ভাসেন তাঁরা।
তবে সেই খবরকে ভিত্তিহীন বলে এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানিয়েছেন, তাঁদের ভোটাধিকার ফিরে পাওয়ার খবর ভুয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ হাইকোর্ট ১০ কার্যদিবসের মধ্যে জানতে চেয়েছেন, কেন বাতিল হওয়া ভোটার তালিকা অবৈধ হবে না?
সন্ধ্যায় এফডিসিতে অল্প সময়ের জন্য হাজির হয়ে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান এনটিভি অনলাইনকে বলেছেন, কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে তাঁদের বিরুদ্ধে আসা সকল অভিযোগের জবাব দেবেন এবং তাঁদের প্যানেল পরিচিতি জানাবেন।