এবার শিল্পা ও তাঁর মায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা
পর্ন-কাণ্ডে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্র। এরই মাঝে মরার ওপর খাড়ার ঘা। উত্তর প্রদেশে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল শিল্পা শেঠি ও তাঁর মা সুনন্দা শেঠির বিরুদ্ধে।
হিন্দুস্তান টাইমস ও বলিউড বাবলের খবর, লক্ষ্ণৌতে মা-মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শিল্পা ও তাঁর মায়ের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে লক্ষ্ণৌতে।
আর্থিক প্রতারণার অভিযোগে জ্যোৎস্না চৌহান নামে এক নারী লক্ষ্ণৌয়ের হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে, রোহিত বীর সিং নামে এক ব্যক্তি বিভূতি খন্দ থানায় অপর একটি মামলা দায়ের করেন।
খবরে প্রকাশ, পুলিশের একটি দল শিগগিরই মুম্বাইয়ে গিয়ে শিল্পা ও তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। পরে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ মুম্বাইয়ের জুহুতে রাজ ও শিল্পার বাড়িতে অভিযান চালায়। এখন রাজ জেলে রয়েছেন।