এলগরিদম : হ্যাকার তাহসান ও সাংবাদিক স্পর্শিয়ার গল্প
‘এলগরিদম’ একজন লিজেন্ডারি হ্যাকারের বিস্ময়কর একটি আবিষ্কারের গল্প। এই হ্যাকার বিপুল কালো অর্থের ভাণ্ডার থেকে টাকা গায়েব করে সেটি বিলিয়ে দেয় সাধারণ মানুষের কাছে। সাইবার দুনিয়ায় মি. ডি হুড বা ডিজিটাল রবিন হুড নামে ডাকা হয়।
এই হ্যাকারের চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খান।
অন্যদিকে, গল্পে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। তাঁর রিপোর্ট প্রচারিত হওয়ার পরই মি. হুডের হ্যাকিংয়ের শিকারে পরিণত হন ওই প্রভাবশালী লোকজন। প্রভাবশালীদের সন্দেহ, হ্যাকারের সঙ্গে এই সাংবাদিকের যোগাযোগ আছে। আর তাতেই বিপদ বাঁধে স্পর্শিয়ার।
সেই বিপদ কিভাবে মোকাবিলা করবেন তাহসান ও স্পর্শিয়া? বাকিটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে। ফরহাদ আহমেদের রচনা ও পরিচালনায় ‘এলগরিদম’ শিরোনামের এই নাটকে আরও অভিনয় করেছেন আরমান সায়ের, ইরফান হায়ুম্মসহ অনেকেই।