এ সপ্তাহের সিনেমা : দুটি মুক্তিযুদ্ধবিষয়ক, ৪৭ হলে ‘মিশন এক্সট্রিম’
আজ দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক দুটি সিনেমা। একটি সাইদুল আনাম টুটুলের জীবন পরিচালিত ‘কালবেলা’, অন্যটি নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জাপানের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোমোতারোস ডিভাইন সি ওয়ারিয়র্স’। এ ছাড়া বছরের আলোচিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দ্বিতীয় সপ্তাহে চলছে ৪৭টি সিনেমা হলে।
২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, শিল্পী সরকার অপু, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, জয়রাজ, লায়লা হাসান প্রমুখ। পাণ্ডুলিপি কারখানার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মাতিয়া বানু শুকু। সংগীত করেছেন রাশেদ শরিফ শোয়েব।
‘লাল মোরগের ঝুঁটি’ চলছে : স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও মিরপুরের সনি), যমুনা ব্লকবাস্টার সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে।
মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে নির্মিত ‘কালবেলা’ সরকারি অনুদান পায় ২০১৭-১৮ অর্থবছরে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ, শিশির, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, জুলফিকার চঞ্চল প্রমুখ। প্রযোজক মোবাশ্বেরা খানম। সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
‘কালবেলা’ চলছে : ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও মিরপুরের সনি), যমুনা ব্লকবাস্টার সিনেমাস এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন।
বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে ৩ ডিসেম্বর একযোগে একই দিনে মুক্তি পেয়েছে বছরের বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরিফিন শুভ। এ ছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই।
দ্বিতীয় সপ্তাহে ‘মিশন এক্সট্রিম’ চলছে :