ওটিটি এখন ‘ধান্দা’
সুধীর মিশ্রের নেটফ্লিক্স ফিল্ম ‘সিরিয়াস ম্যান’-এ অভিনয়ের জন্য ২০২১ সালের আন্তর্জাতিক এমি পুরস্কারে অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনয়শিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকি। কিন্তু ভারতের ওটিটি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে তেমন আশাবাদী নন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে ওটিটি প্ল্যাটফর্মের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজখ্যাত এ অভিনয়শিল্পী। তিনি মনে করেন, কিছু ব্যবসায়ী এটাকে শুধু ‘ধান্দা’ হিসেবে এখন ব্যবহার করছে।
নওয়াজের ভাষ্যে, ‘ওটিটির শুরুটা ছিল সত্যিই ভালো এবং নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়। এ প্ল্যাটফর্মে এমন সব কনটেন্ট স্ট্রিমিং হতো, যা আমরা আগে সিনেমায় দেখিনি এবং সেটি ছিল একেবারেই ইউনিক স্টাইল। কিন্তু ইদানীং আমার মনে হয়েছে, ওটিটি তার গুণগত মান ধরে রাখছে না। অনেক কনটেন্ট আসছে, মান একদম খারাপ হয়ে গেছে। আপনি এর সঙ্গে টেলিভিশন সিরিজের তুলনা করতে পারবেন।’
‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’ ও ‘ঘুমকেতু’র মতো প্রকল্পে কাজ করেছেন নওয়াজউদ্দিন, যেগুলো মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। তাঁর অভিযোগ, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ব্যবসায়ে রূপ নিয়েছে। তাঁর কথায়, ‘বড় বড় প্রযোজনা সংস্থাগুলো মাল্টি-মিলিয়ন অর্থের চুক্তি করছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে। এসব প্রযোজনা প্রতিষ্ঠান এমন সব কনটেন্ট নিয়ে আসছে, যেগুলো খুবই সাধারণ মানের। শিল্পকে ব্যবসায়ে রূপ দেওয়া আমাদের অভ্যাস এবং ওটিটি কিছু প্রযোজনা সংস্থার অর্থ কামানোর ধান্দা হয়ে দাঁড়িয়েছে।’
তবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নিজের বিশ্বব্যাপী পরিচিতি হয়েছে বলে স্বীকার করেছেন নওয়াজ। তিনি জানান, ‘স্যাকরেড গেমস’-এর পরে তিনি যখন বিভিন্ন দেশে সফরে গেছেন, অনেকেই তাঁকে চিনেছে এবং গণেশ (স্যাকরেড গেমসের চরিত্রের নাম) বলে ডেকেছে। তবে বর্তমানে কনটেন্টের মান খারাপ হয়ে গেছে বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি।