ওয়েব ফিল্মে গাইলেন ফজলুর রহমান বাবু
চিত্রপরিচালক বদিউল আলম খোকন প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব ফিল্ম। ‘মুর্শিদ’ শিরোনামের এই ওয়েব ফিল্মের শিরোনাম-সংগীত গেয়েছেন খ্যাতিমান অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু।
আমিরুল হাছানের কথা ও মুরাদ নূরের সুর-সংগীতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। এ গানটি বেশ উপভোগ করে গেয়েছি।’
মুরাদ নূর বলেন, ‘বাবু ভাই ও খোকন ভাই দুজনেই আমার ভীষণ শ্রদ্ধার মানুষ। গুণীদের সংস্পর্শে কাজ করতে পারলে আমি আনন্দিত হই। তাদের কাছ থেকে প্রচুর শেখার সুযোগ পাই। নিজেকে সমৃদ্ধ করা যায়।’
পরিচালক বদিউল আলম খোকন জানান, শিগগিরই শুটিং-এ নামছেন তিনি। পাশাপাশি শিগগিরই ‘মুর্শিদ’ গানটি শ্রোতাদের জন্য অবমুক্ত করা হবে অন্তর্জালে।