‘ও মাগো মা’ সংলাপটি মুখে মুখে, আমরা সফল : তানজিন তিশা
‘ও মাগো মা’... অভিনেত্রী তানজিন তিশার মুখে এই সংলাপ এখন অন্তর্জালে ভাইরাল। প্রথম বার নিজের গল্পে কাজের বুয়া চরিত্রে এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ অভিনয় করে সাড়া ফেলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সামাজিক পাতায় নাটকটির ক্লিপ প্রকাশ মাত্রই মিলিয়ন-মিলিয়ন দর্শক দেখছেন নতুন এই তিশাকে। জনপ্রিয়তা পেয়েছে তিশার মুখের সংলাপও।
এসব বিষয়ে গতকাল রোববার বিকেলে এই প্রতিবেদকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তানজিন তিশার। সেই আলাপচারিতাটা এমন—
এনটিভি অনলাইন : ফেসবুকে ‘আকলিমা’র তো মিলিয়ন মিলিয়ন দর্শক, চোখে পড়েছে আপনার?
তানজিন তিশা : অবশ্যই চোখে পড়েছে। ফেসবুকে ক্লিপগুলো মিলিয়ন-মিলিয়ন ভিউ হচ্ছে, এখনও চোখে পড়ছে। আমার দর্শকদের ধন্যবাদ।
এনটিভি অনলাইন : ধারাবাহিকটির আপনার অংশের গল্প তো আপনি নিজে লিখেছেন। প্রথম গল্পে এত সাড়া পাচ্ছেন, কেমন লাগছে?
তানজিন তিশা : ধারাবাহিকটি আসলে করার কোনো পরিকল্পনা ছিল না। যখনই হিমি ভাই (নির্মাতা মাহমুদুর রহমান হিমি) আমাকে ফোন করে বলে একটা পার্ট আমাকে দিয়ে করতে চাইছে। সাথে সাথে গল্পটা আমার মাথায় আসে। একটা বিল্ডিংয়ে আসলে বুয়া ক্যারেকটার থাকে। সো, সাথে সাথে আমার হিমি ভাইকে বলা। আসলে আমি ভাবিনি একটা গল্প আমি চিন্তা করে নিজে পারফর্ম করব। হঠাৎ করেই আসলে গল্পটা চিন্তা করে ফেলা। নিজের প্রথম গল্পে এতটা যে সাড়া পাব, সেটা আসলে অবিশ্বাস্য ছিল। খুবই ভালো লাগছে।
এনটিভি অনলাইন : তাহলে অভিনেত্রী থেকে গল্পকার হওয়ার কোনো সম্ভাবনা আছে?
তানজিন তিশা : সেটা আমি জানি না। তবে বলব, গল্প চিন্তা করার সাহসটুকু হয়ে গেছে। প্রত্যেক কাজের সাহস বা কনফিডেন্সের দরকার হয়, সেটা হয়ে গেছে। তো চেষ্টা করব চিন্তা করার।
এনটিভি অনলাইন : ‘ও মাগো মা’ সংলাপটি তো বেশ জনপ্রিয়। কীভাবে মাথায় এলো?
তানজিন তিশা : প্রথম সিনে যখন সংলাপটি বলি, তখন দেখছিলাম আমার পুরো টিম মেম্বাররা খুব এনজয় করছেন। যখন দেখলাম আমার টিম মেম্বাররাই এনজয় করছেন বা আমি সংলাপটি বলতে অনেক এনজয় করছি, তখন মনে হলো যে আমার দর্শকও সংলাপটি এনজয় করবে। তখন আমি ভাবলাম, এটা আমার পুরো চরিত্রের মধ্যে অ্যাড করে ফেলি। আসলে এখন এই সংলাপটা সবার মুখে মুখে হয়ে গেছে... মুখে মুখে আমি শুনি, অনেক দর্শকের ম্যাসেজ পেয়েছি, কমেন্ট পেয়েছি। আমরা আসলে সফল...।
এনটিভি অনলাইন : প্রথম বার বুয়া চরিত্রে অভিনয় করলেন। প্রায় এমন ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে...
তানজিন তিশা : সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আসলে দেখলাম, আমার দর্শক আমার কাছে ভিন্নতা চাচ্ছে। ভাবলাম, কেন আমি ভিন্ন চরিত্রে পারফর্ম করব না? তাই চেষ্টা করলাম... আলহামদুলিল্লাহ, আমার দর্শক আমাকে ভালোমতোই ভিন্ন চরিত্রে গ্রহণ করছে।
এনটিভি অনলাইন : নাটকের তারকাদের নাকি ধারাবাহিকে আগ্রহ নেই। কারণটা কী?
তানজিন তিশা :
আমার কাছে যেটা মনে হয়েছে, অন্যদেরটা আমি বলতে পারব না। আমার ধারাবাহিক নাটকে এই কারণে আগ্রহ নেই—এখন আমি চেষ্টা করি একটু বেছে, ভালো, কম কিছু কাজ করতে। যেটাকে বলে, আমি গণকাজ করে ফেলছি না। আর ধারাবাহিক করলে যেটা হয়, আমি একই চরিত্রে পর্দায় থাকছি। ধারাবাহিকে আমাদের সময়টাও একটু কম হয়। আর এতগুলো পর্বে আমি একই চরিত্রে থাকতে চাই না।
এনটিভি অনলাইন : ঈদের কাজ...
তানজিন তিশা : অনেকেই কাজ করছে হয়তো, আমি জানি না। কিন্তু আমি আমার পরিবারের নিরাপত্তা চিন্তা করে লকডাউন শুরুর দুদিন আগে কাজ বন্ধ করে দিয়েছি। এখনও আমি বাসায় আছি। তো আমি জানি না ঈদের আগে কতটুকু কাজ হবে বা কাজ আদৌ করতে পারব কি না। হয়তো আগের কিছু কাজ ঈদে মুক্তি পাবে, সেগুলো দর্শক দেখতে পাবে। এখনই কিছু বলতে পারছি না। দেখি কী হয়।