কত কোটি আয় করল অমিতাভের ‘উঁচাই’
বক্স অফিসে সুরজ বরজাতিয়া পরিচালিত সিনেমা ‘উঁচাই’ বেশ ভালো ব্যবসা করছে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন।
এ সিনেমার একটি বৈশিষ্ট্য চোখে পড়ার মতো। কাস্টে রয়েছেন অগ্রজ অভিনয়শিল্পীরা। এই যেমন অমিতাভ বচ্চনের পরেই বোমান ইরানি, অনুপম খের, নীনা গুপ্ত প্রমুখ। তবে অনুজ যে নেই তা নয়। রয়েছেন পরিণীতি চোপড়ার মতো তরুণ তারকা।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ১১ নভেম্বর, শুক্রবার বড় পর্দায় মুক্তি পায় এ সিনেমা। মুক্তির চার দিনে ভারতের বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করেছে প্রায় ১১ কোটি রুপি।
চার দিনের হিসাবটা এমন—শুক্রবার ১.৬৫ কোটি রুপি, শনিবার ৩.২৫ কোটি রুপি, রোববার ৪.৩৫ কোটি রুপি ও ১.৭৪ কোটি রুপি, অর্থাৎ মোটি সংগ্রহ ১১ কোটি রুপি।
এই সিনেমায় তিন বন্ধুর গল্প দেখা যাবে, যাঁরা মাউন্ট এভারেস্টে যেতে চায়। কেন? কারণ, এটাই তাঁদের মৃত বন্ধুর (ড্যানি ডেনজংপা) শেষ ইচ্ছা ছিল।
এই সিনেমা প্রযোজনা করেছে রাজশ্রী প্রোডাকশন। সহ-প্রযোজনা করেছে মহাবীর জৈন ফিল্মস ও বাউন্ডলেস মিডিয়া। দীর্ঘ সাত বছর পর সুরজ বরজাতিয়ার কোনও সিনেমা আবার বড় পর্দায় মুক্তি পেল।