‘কন্ট্রাক্ট’-এর গল্প শেষ হয়নি, আসবে সিজন ২?
গতকাল মধ্যরাত থেকে অন্তর্জালজুড়ে বাস্টার্ড, ব্ল্যাক রঞ্জুদের দাপট। তারাই মূলত দখলে রেখেছেন বিনোদন সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপগুলো। ফেসবুকের ‘বাংলা নাটক’ গ্রুপের অ্যাডমিন জনি মিয়াও বলছিলেন তেমনটা; বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকেও তাঁদের গ্রুপে পোস্ট হচ্ছে বাস্টার্ড-ব্ল্যাক রঞ্জুদের নিয়ে। কেউ কেউ তাঁদের প্রশংসায় ভাসাছেন, আবার কেউ বা নানা প্রশ্ন রাখছেন।
যাঁদের নিয়ে এত আলোচনা, এই দুই নামের সঙ্গে যারা এখনও পরিচিত নন, তাঁদের জন্য জানিয়ে রাখা ভালো—ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ১৮ মার্চ মুক্তি পেয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’। মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছয় পর্বের পলিটিক্যাল থ্রিলারধর্মী ওয়েব সিরিজটির দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম বাস্টার্ড ও ব্ল্যাক রঞ্জু। যেখানে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ, খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরীসহ জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা, শ্যামল মাওলা, তারিক আনাম খান এর মত এক ঝাঁক তারকা।
সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্ন রাখা হয় শুক্রবার দুপুরে। এনটিভি অনলাইনের প্রশ্নে একগাল হাসিতে উত্তর দিয়েছেন তানিম নূর। তাতেই বোঝায় যার কেমন সাড়া পাচ্ছেন পরিচালকেরা। বললেন, ‘এখন ফেসবুকেই বোঝা যায় কেমন যাচ্ছে, প্রচুর সাড়া পাচ্ছি।’ তাহলে দ্বিতীয় সিজন কবে আসছে? এমন প্রশ্নে তামিম নূরের উত্তর, ‘মোহাম্মদ নাজিম উদ্দিনের ৩৫২ পৃষ্ঠার উপন্যাস তো এক সিজনে বলা গেল না। তাই দর্শকদের নানা প্রশ্ন আছে মনে। আমরা যখন চিত্রনাট্য করেছি তখন দুই সিজনের চিত্রনাট্য করেছি। আমাদের ইচ্ছা আচ্ছে। তবে সিজন ২ হবে কি না, সেটা প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে আমাদের চেয়ে।’
এশিয়াটিকের কনটেন্ট এজেন্সি গুড কোম্পানি লিমিটেডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছে জি-ফাইভ। তাই এই প্রশ্ন রাখা হলো গুড কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সানিয়াত হোসেনের কাছে। তাঁর ভাষ্যটা এমন, ‘এটা জি ফাইভের ওপর নির্ভর করছে। আমরা তো সিরিজ নির্মাণ করি পরবর্তী সিজনের জন্য। কন্ট্রাক্টের পরবর্তী সিজন এলেও সেটার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের, সেটা বছরখানিক হতে পারে। বড় বড় তারকারা অভিনয় করছেন, বেশ কিছু ব্যাপার আছে।’
একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের ওপর ওয়েব সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে। বিশ্বব্যাপী বিত্তবান আর ক্ষমতাশীলরা কীভাবে সমাজের দুর্বল শ্রেণিকে ব্যবহার করে এবং পেশাদার খুনি তৈরি করে, তা তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে।
এক বিজ্ঞপ্তিতে জি ফাইভ জানিয়েছে, ‘কন্ট্রাক্ট’ বিনামূল্যে উপভোগ করতে পারছেন বাংলাদেশি দর্শকেরা।