করণকে টপকে ৬ কোটিতে ‘মাস্টার’ স্বত্ব কিনলেন মুরাদ!
‘কবির সিং’ সিনেমার ব্যাপক সাফল্যের পর বলিউডের প্রযোজক মুরাদ খেতানি কিছু সুপারহিট সিনেমার মূল চিত্রনাট্য খুঁজছিলেন। ‘নমক হালাল’-এর পর হালের ব্লকবাস্টার ‘মাস্টার’ সিনেমার রিমেক স্বত্ব লুফে নিলেন খেতানি।
থালাপথি বিজয় ও বিজয় সেতুপতি অভিনীত ‘মাস্টার’ এরই মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। প্রেক্ষাগৃহে অর্ধেক আসন ব্যবহার সত্ত্বেও বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।
বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ‘মাস্টার’ সিনেমার রিমেক স্বত্ব নেওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েক জন প্রযোজক। একটি সূত্র পোর্টালটিকে বলেছে, ‘মাস্টার’ সিনেমার হিন্দি রিমেকের জন্য স্বত্ব পেতে নির্মাতা-প্রযোজক করণ জোহরও চেষ্টা করেছিলেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু মুরাদ খেতানি অর্থের অঙ্ক বাড়িয়ে চুক্তি সেরে ফেলেছেন।
সিনে ওয়ান স্টুডিয়োস কত অর্থ দিয়েছে, তাও প্রকাশ করেছে সূত্রটি। প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছরগুলোতে বেশ কয়েকটি রিমেক করবেন মুরাদ। ‘থদম’ সিনেমার পর ‘নমক হালাল’ এবং এরপর ‘মাস্টার’। আর ‘মাস্টার’-এর স্বত্ব কিনতে তাঁর খরচ হয়েছে ছয় কোটি রুপির বেশি।
এর আগে ‘অর্জুন রেড্ডি’র অফিশিয়াল স্বত্ব কিনতে মুরাদ খরচ করেছিলেন চার-পাঁচ কোটি রুপি। কিন্তু যখনই তিনি জানতে পারেন, ‘মাস্টার’ স্বত্ব কেনার জন্য করণ জোহর মুখিয়ে আছেন, তখনই দাম বাড়িয়ে দেন। এখন তাঁর টিম হিন্দি রিমেকের জন্য চিত্রনাট্য নিয়ে কাজ করছে। চিত্রনাট্যের কাজ শেষ হলে অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হবে।