করোনাভাইরাস : অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না মাইলি সাইরাস
মার্কিন পপতারকা মাইলি সাইরাস তাঁর পূর্বনির্ধারিত অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নিলেন তিনি। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। আর ওই সফরের মাত্র তিন দিন আগে তা বাতিল করলেন এই গায়িকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আগামীকাল ১৩ মার্চ (শুক্রবার) অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় শহর মেলবোর্নে ওই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ১২ মিলিয়ন হেক্টর বনভূমি ধ্বংস হয়। এতে ৩৩ জন মারা যান, হতাহত হয় অসংখ্য প্রাণী।
‘সেখানে যেতে পারছি না বলে আমি সত্যিই হতাশ। কিন্তু নিজের স্বাস্থ্যরক্ষা ও ব্যান্ডের সদস্যদের নিরাপত্তার ক্ষেত্রে যা সঠিক, আমাকে তা-ই করতে হবে,’ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় বলেন মাইলি সাইরাস।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় এরই মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১০০ জনকে শনাক্ত করা হয়েছে ওই দেশে। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সাইরাস। তবে কী পরিমাণ অর্থ তিনি সাহায্য করবেন, তা প্রকাশ করেননি।
এরই মধ্যে করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে বিশ্বের সব মহাদেশের ১২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।