করোনায় আক্রান্ত শুভ-ফারিয়া, আইসোলেশনে শিহাব
করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন নির্মাতা শিহাব শাহীন।
এক ভিডিও বার্তায় আরিফিন শুভ জানিয়েছেন, ‘গতকাল রাতে আমার করোনার রেজাল্ট এসেছে। দ্যাট ইজ পজিটিভ। সবাইকে জানানোর জন্য আমি ঠিক আছি, টেস্ট-স্মেলটাতে একটু সমস্যা হচ্ছে। বাকি সব ঠিক আছে। আমি এখন বাসায় রেস্টে আছি। আশা করছি, সপ্তাহ দুয়েকের মধ্যে আবার কাজে ফিরব।’
জানা গেছে, ‘কন্ট্রাক্ট’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন শুভ। ৯ ডিসেম্বর অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। গতকাল তাঁর করোনা-পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
এদিকে, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও করোনায় আক্রান্ত হয়েছেন। ম্যাসেঞ্জারে এক আলাপচারিতায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো।
অন্যদিকে, করোনা-উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার করোনার সব উপসর্গ আছে। কিন্তু আমি পরীক্ষা করাইনি। যেহেতু উপসর্গ আছে, ধরেই নিয়েছি আমি করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন।’
নুসরাত ফারিয়ার করোনায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে শিহাব শাহীনের বক্তব্য, ‘ফারিয়া করোনা টেস্ট করিয়েছে। আর রেজাল্ট পজিটিভ বলে আমি শুনেছি।’
জানা গেছে, নির্মাতা শিহাব শাহীন ও নুসরাত ফারিয়া একসঙ্গে ৯ ডিসেম্বর সবশেষ ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’র শুটিংয়ে অংশ নিয়েছিলেন। উপসর্গ দেখা দেওয়ায় ওই দিন শুটিং স্থগিত করা হয় ওয়েব ফিল্মটির। আজ থেকে আবার শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘যদি... কিন্তু... তবুও’র।