করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে সৃজিত
ভারতে ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা হানা দিয়েছে টালিগঞ্জেও। করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি।
সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলির পর করোনার নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে সৃজিত মুখার্জির। গত রাতে কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে জানিয়েছেন সৃজিত নিজেই।
ফেসবুকে সৃজিত লিখেছেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। গত ৭২ ঘণ্টা আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’
মুক্তির অপেক্ষায় সৃজিত মুখার্জির দুই সিনেমা। ৪ ফেব্রুয়ারি মুক্তির দিন নির্দিষ্ট রয়েছে ‘সাবাশ মিতু’ ও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। যদিও করোনা সংক্রমণের হার যে হারে বাড়ছে, তাতে মুক্তি পিছিয়ে যেতে পারে দুই সিনেমাই।
সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশেরও যোগ রয়েছে। তিনি জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলার স্বামী।