করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা এম এ আলমগীর। ১৮ এপ্রিল তাঁর করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এলে বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক ডা. পাপড়ি।
অভিনেতার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘১৭ এপ্রিল আমরা সপরিবারে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করি। তারপর বাবার রেজাল্ট পজিটিভ আসে। গতকালই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন উনি বেশ ভালো আছেন।’
এ ছাড়া এক ফেসবুক স্ট্যাটাসে আলমগীরের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী প্রখ্যাত সংগীত তারকা রুনা লায়লা।
চিত্রনায়ক আলমগীর আশি ও নব্বই দশকের দাপুটে অভিনেতা। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।