করোনা আতঙ্ক : কমেছে দর্শক, বন্ধ হতে পারে সিনেমা হল
করোনাভাইরাস আতঙ্ক বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে তিনজনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিনেমা হলগুলোতেও।
গতকাল থেকেই দেশের সিনেমা হলগুলোতে দর্শক কমছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সিনেমা হল মালিকদের সংগঠন বাংলাদেশ প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মিয়া আলাউদ্দিন।
আজ সোমবার দুপুরে মিয়া আলাউদ্দিন বলেন, ‘করোনাভাইরাস আতঙ্কে গতকাল থেকেই সিনেমা হলে দর্শক কমেছে। যে যা-ই বলুক, সবারই তো জীবনের মায়া আছে, যে কারণে দর্শক কম আসছে। তা ছাড়া সরকার বলছে, যেখানে জনসমাগম, সেখানে কম যাতায়াত করতে। যেহেতু সিনেমা হলে জনসমাগম হয়, তাই দর্শক এখন কম আসছে।’
সিনেমা হল বন্ধ হতে পারে জানিয়ে আলাউদ্দিন বলেন, ‘যেহেতু এখন করোনা আতঙ্ক বিরাজ করছে, তাই দর্শক কমে যাওয়ার বিষয়টি আমরা ইতিবাচক মনে করছি। মানুষের জীবন সবার আগে, তারপর ব্যবসা। আমরা সারা দেশের সিনেমা হলগুলোতে খবর রাখছি। বিষয়টি পর্যবেক্ষণ করছি। যদি আরো বেড়ে যায়, তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। সে ক্ষেত্রে কিছুদিনের জন্য সিনেমা হল বন্ধও থাকতে পারে।’
সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে করোনাভাইরাস। তবে স্বস্তির বিষয়, মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়লেও সুস্থ হয়ে বাড়ি ফেরার ঘটনাই ঘটেছে বেশি। এরই মধ্যে সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৮২৮ জনের। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ২২৫ জন। আর বাকিদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে। চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সুস্থ হবেন বলে আশা চিকিৎসকদের।
গত শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খান আভিনীত ‘শাহেনশাহ’। প্রথম দুদিন সিনেমা হলগুলোতে দর্শক ছবিটি উপভোগ করলেও গতকাল থেকে দর্শকশূন্য।
‘শাহেনশাহ’ সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বাঁধেন শাকিব-নুসরাত ও নবাগত রোদেলা জান্নাত। এ ছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব ও লিটন হাশমি। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।
রাজধানীর টিকাটুলিতে অবস্থিত অভিসার সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত ‘বীর’। এ হলের সহকারী ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ‘শুক্র-শনি দর্শক থাকলেও গতকাল থেকে দর্শক কমেছে। আজ দর্শক নেই বললেই চলে। চারদিকে করোনাভাইরাসের আতঙ্ক। রাস্তাঘাটেও মানুষজন চলাচল কম করছে। এমন সময় দর্শক না আসাটাই স্বাভাবিক।’
‘বীর’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এটি শাকিব খানের প্রযোজনা সংস্থা এস কে ফিল্মসের তৃতীয় ছবি।