করোনা রোগীদের জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দিলেন শাহরুখ
করোনা মহামারি শুরুর পর থেকেই নিজের সাধ্যমতো সাহায্য করে আসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তিনি কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদান দিয়েছেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করে অনুদানের জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন।
টুইটে মন্ত্রী লিখেছেন, ‘এই জরুরি প্রয়োজনের সময় ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদানের জন্য শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সংকটকালে আপনার সহায়তা আমাদের বাধিত করেছে।’
ফিরতি টুইটে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলিউডের কিং খান। সেইসঙ্গে বলেছেন, ‘আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসি, তবে এই সংকট জয় করতে পারব। ভবিষ্যতে আরো সাহায্যের জন্য আমার টিম ও আমি প্রস্তুত আছি। এই সেবার জন্য আপনার পুরো টিমকে ধন্যবাদ জানাই।’
গত অক্টোবরে ছত্তিশগড়ের স্বাস্থ্যকর্মীদের জন্য দুই হাজার পিপিই কিট অনুদান দিয়েছিলেন শাহরুখ খান। নভেম্বরে কেরালায় ২০ হাজার এন-৯৫ মাস্ক দান করেন এ তারকা।