কলকাতার বাড়িতে জয়াকে ঘিরে ধরল কারা?
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য গানে-গানে বলেছেন, ‘একঝাঁক পাখি আর একরাশ ফুল নয়, নয় এ তো জীবনের হাসি গান মেলা...।’ কিন্তু গানের এই স্থায়ীটা যেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে খুব একটা যাচ্ছে না। জয়া যেহেতু নায়িকা, তাঁর সিনেপর্দার জীবনজুড়ে হাসি গান মেলা। নায়িকার সেখানে একরাশ ফুল কোনো ব্যাপারই নয়...
ওই গানের সূত্রে আর যে একঝাঁক পাখি বাকি ছিল, নয় মাস পর ঢাকা থেকে কলকাতায় গিয়ে সেটাও জুটেছে জয়ার। এত দিন পর কলকাতায় ফেরার গল্পে আনন্দবাজার পত্রিকাকে জয়া জানিয়েছেন, ‘নিজের ঘরে নিজেই যেন প্রবাসী। নয় মাস পরে কলকাতার বাড়ির জানালাগুলো খুলতেই ঘিরে ধরল একঝাঁক পাখি। অনেক দিন পরে খেতে দিলাম নিজের হাতে। ওরা আমাকে পেয়ে খুব খুশি।’
পত্রিকাটির দাবি, কলকাতায় গিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। অংশ নিয়েছেন বিজ্ঞাপনের শুটিংয়ে। শেষ করে আবার ফিরবেন ঢাকায়।
জানা গেছে, বর্ধমানে অভিজাত এক গয়না কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করেছেন জয়া। আর এই গয়না প্রসঙ্গে জানিয়েছেন, ‘খুব বেশি সাজ, ভারী গয়না আমাকে মানায় না। তাই যখনই যেটা পরি, খেয়াল রাখি যেন সেটা হালকা, ছিমছাম হয়।’
সম্প্রতি জয়া ইউরোপের অন্যতম খ্যাতনামা মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ সালের আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। কলকাতার ‘রবিবার’ সিনেমার জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।