কাল জন্মদিন, এবার উড়ো চুমু দেবেন শাহরুখ?
এই দিনের জন্য কতশত অপেক্ষায় থাকেন শাহরুখ-ভক্তরা। সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন।
এমন পরিচিত নিয়ম চলে আসছে অনেক বছর ধরে। তবে গেলবার শুধু করোনার কারণে চিরচেনা এই নিয়মের ব্যত্যয় ঘটেছিল। এবার?
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের জন্মদিন বলিউড বাদশাহ পালন করবেন ঘরোয়া আয়োজনে, বেশ ছোট পরিসরে। সেটা হতে পারে মান্নাতে কিংবা আলিগড়ে। কিন্তু মান্নাত থেকে আলিগড়ে যাতায়াতে এড়াতে হবে পাপারাজ্জিসহ ভক্তদের। সেটাই ভাবাচ্ছে।
শাহরুখ-পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে গণমাধ্যমটি; যদিও কোনও কিছুই চূড়ান্ত নয় বলে জানিয়েছে তারা।
সূত্রটি জানিয়েছে, জন্মদিনে কাছের মানুষদের মান্নাতে যেতে মানা করেছেন শাহরুখ; কারণ হিসেবে বলা হয়েছে ছেলে আরিয়ান খান মাত্র বাসায় ফিরেছেন, ধকল সামলাতে তাঁকে সময় দিতে চান।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আজ সন্ধ্যা থেকে মান্নাতে বেশ জনসমাগম ঘটবে। কিং খানের এখন মন ভালো, এবার হয়তো ভক্তরা সুযোগ পাবেন প্রিয় অভিনেতার উড়ো চুমু পাওয়ার।
১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডন, কিং খান, প্রেম কিংবা রোমান্সের বাদশাহ শাহরুখ খান। আগামীকাল ৫৭ বছরে পা রাখবেন এই সুপারস্টার।