কেমন আছেন দর্শকের ‘প্রিয়জন’ শিল্পী
একসময় ঢাকাই সিনেপাড়া দাপিয়ে বেড়িয়েছেন চিত্রনায়িকা শিল্পী। জননন্দিত নায়ক সালমান শাহর ‘প্রিয়জন’ সিনেমায় ছিলেন অকালপ্রয়াতের নায়িকা। সেই সিনেমার গান তখন ছিল মানুষের মুখে মুখে। সেই শিল্পী সিনেমা ছেড়েছেন ২০০০ সালে। ২১ বছর পর কেমন আছেন নায়িকা?
গতকাল শুক্রবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। সেই সুবাদে ভোট দিতে এফডিসিতে যাওয়া। সেখানেই ক্যামেরাবন্দি হন নায়িকা শিল্পী। ধীরে খুললেন কথার ঝাঁপি।
শিল্পী বললেন, ‘আমি তো কাজ ছেড়ে দিয়েছি। আমার দুইটা বেবি আছে। মোটামুটি ছোটই তারা। ওদের স্কুল, ওদের লেখাপড়া, সংসার নিয়েই আমার ব্যস্ততা।’
সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও এফডিসিকে ভোলেননি শিল্পী। বলেন, ‘আমি সব কিছুকে মিস করি। প্রতি মুহূর্তকে মিস করি। কারণ, আমি শিল্পী। আমার শিল্পীর অস্তিত্ব তো এই জগৎ থেকেই এসেছে। এই যে আজকে আমার ইন্টারভিউ করছেন, আমি যদি চলচ্চিত্রে না থাকতাম, শিল্পী না হতাম, আপনি আমার ইন্টারভিউ করতে আসতেন না। এই চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। আমি ফিল্ম ছেড়েছি ২০০০ সালে। আমি ছবি ছাড়ার পরও কোথাও গেলে... এত বছর হয়ে গেছে, আগের চেহারার স্ট্রাকচারও চেঞ্জ হয়েছে। তখন টিনএজার ছিলাম, এখন তো টিনএজার নেই। তার পরেও দেশ-বিদেশে যেখানে যাই, মানুষ আমাকে দেখলে চেনে। আমাকে দেখলে কথা বলে, ছবি তোলে। বা আমার সাথে কথা বলতে পছন্দ করে, বা আমার পুরোনো ছবি নিয়ে কথা বলে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
কেন এখন কাজ করছেন না? শিল্পী বলেন, ‘কাজ করার সুযোগ তখনও ছিল, এখনও আছে। কেউ যদি মন থেকে করতে চায়, কাজ করার সুযোগ থাকে। বিয়ে করার পরে ২০১২ সালে আমার ছেলে হয়েছে, ২০১৪ সালে আমার মেয়ে হয়েছে। তার পর থেকে আমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত। সে কারণে আমার কাজের জন্য সময় হয় না... আমি শিল্পী যা পাওয়ার পেয়ে গিয়েছি, এখন আমার জীবন বাচ্চাদের নিয়ে।’
পুরো সাক্ষাৎকার
২০০১ সালের শেষের দিকে মুক্তি পায় শিল্পীর শেষ ছবি। এত বছর কেটে গেছে, তবু এখনও ‘প্রিয়জন’ ছবির অভিনেত্রীকে খোঁজেন দর্শক।
চিত্রনায়িকা শিল্পীর প্রথম ছবি মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমান্ডো’ ১৯৯৫ সালের ১১ মে মুক্তি পায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘প্রিয়জন’, ‘বাবা কেন চাকর’, ‘শেষ প্রতীক্ষা’, ‘মুক্তি চাই’, ‘লাভলেটার’, ‘বীর সন্তান’, ‘মিথ্যার মৃত্যু’, ‘দোস্ত আমার দুশমন’, ‘গৃহবধূ’, ‘কে আমার বাবা’, ‘রাজপথের রাজা’, ‘শক্তের ভক্ত’, ‘সুজনবন্ধু’ ইত্যাদি।
যা হোক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।