কেমন ভালো করেছেন, প্রধানমন্ত্রীর মুখে শুনতে চান আরিফিন শুভ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় তাঁর জীবনীনির্ভর ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে দেখা মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্ত। সাদা পাঞ্জাবিতে জনতার উদ্দেশে হাত নাড়ছেন বঙ্গবন্ধু।
টিজার পোস্টারে বঙ্গবন্ধু-রূপে যিনি হাত নাড়ছেন, তিনি ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন এই চিত্রনায়ক।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর আড়াইটায় বিএফডিসিতে টিজার পোস্টার প্রকাশ অনুষ্ঠানে আরিফিন শুভ মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানে নায়ক জানিয়েছেন এক আকাঙ্ক্ষার কথা।
শুটিং শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সিনেমা নিয়ে কথা হয়েছে কি না? এমন প্রশ্নে আরিফিন শুভ জানিয়েছেন, “উনি অনেক ব্যস্ত একজন মানুষ। তাছাড়া তাঁর সঙ্গে আমার সরাসরি দেখা হওয়ার কথাও না। আমি শুধু তাঁর বাবার চরিত্রে পর্দায় এসেছি মাত্র। তবে আশা করি এই সিনেমার ফাইনাল ভার্সনটা উনি যেদিন দেখবেন, তার পর যদি কখনও তাঁর সঙ্গে দেখা হয়... আমি চাইব উনি কাজটি নিয়ে আমাকে কিছু বলুক। এর আগে যেদিন দেখা দেখা হয়েছিল ‘আব্বা’ বলে ডেকেছিলেন; সেদিন বলেছিলেন, ‘ভালো কইরা কইরো’। ভালো করে করতে পেরেছি কি না, এটা তাঁর কাছে শোনার আকাঙ্ক্ষাটা আমার মধ্যে আছে।”
আলাপচারিতায় আরিফিন শুভ জানিয়েছেন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি বঙ্গবন্ধুকে নকল করেননি। সেই গল্প প্রসঙ্গে নায়কের ভাষ্য, “পরিচালক শ্যাম বেনেগাল স্যার আমার কাজে খুশি হয়েছেন। আমি শুধু পর্দায় বঙ্গবন্ধুর চরিত্র হয়ে আসছি। আমি অভিনয় বলব না, তার কারণ আছে। আমাকে পরিচালক বলেছিলেন, ‘ডোন্ট কপি হিম’... (তাঁকে নকল করো না)। তাঁর দর্শনকে ধারণ করার চেষ্টা করেছি। পরিচালক এ-ও বলে দিয়েছিলেন, একদম তাঁর মতো ওঠা-বসা, কথা বলতে হবে—এটা দরকার নেই। এটা করতে গেলে কপি করতে হতো। আমাকে আত্মিক জায়গাটা ধরতে বলেছিলেন। তাই আমি বলতে পারি, তাঁর চরিত্র নিয়ে পর্দায় আসছি।”
বঙ্গবন্ধু চরিত্র থেকে বের হতে কত সময় লেগেছে, এমন প্রশ্নে আরিফিন শুভর ভাষ্য, ‘অভিনয়টা হচ্ছে প্রিটেন্ট করা আরেকটা হচ্ছে বিং (হওয়া); দুটো দুই জিনিস। ওনার মতো অভিনয় করা, আরেকটা হচ্ছে ওনার মতো ভেবে কিছু একটা প্রতিফলন করা। এই কারণে আমার মাসনিক ও শারীরিক প্রচুর প্রভাব পড়েছে। লম্বা সময় এই মানুষটাকে নিজের মধ্যে ভর করে নিজের মধ্যে ডিগবাজি খেয়েছি। এ কারণে আমার মধ্যে একটা রেশ থেকেছে। শুটিং শেষে এক ডিনারে শ্যাম বেনেগাল স্যার মজা করে বলছিলেন, আরতি করে আমার মধ্যে থেকে এই ক্যারেকটার বের করতে হবে।’
পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছরের শেষের দিকে ‘মুজিব’ সিনেমা মুক্তি দেওয়া হবে।