কোটি ভক্তের অপেক্ষার অবসান, ১৪৯৬ দিন পর ফিরছেন শাহরুখ
অবশেষে বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি ভক্তকে সুখবর দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভালো কিছুর জন্য দীর্ঘ অপেক্ষা তো করতে হয়ই। সেই বার্তা দিলেন স্বয়ং শাহরুখ।
সেই ঘোষণাটি কী। দুই বছরের বেশি নানা গুঞ্জন আর জল্পনার ডালপালা বিস্তারের পর শাহরুখ জানালেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।
সামাজিক মাধ্যমে ‘পাঠান’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা দিয়ে ভক্তদের উদ্দেশে শাহরুখ খান লিখেছেন, ‘আমি জানি, বড্ড দেরি হয়ে গেছে... কিন্তু তারিখটি মনে রেখো... পাঠানের সময় শুরু... প্রেক্ষাগৃহে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর সেই তারিখটি হলো ২৫ জানুয়ারি, ২০২৩। মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।’
এত দিন সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ২০২০ সালের ১৮ নভেম্বর ‘পাঠান’ সিনেমার শুট শুরু করেন বলিউডের কিং খান। এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। সালমান খানও বিশেষ ভূমিকায় অবতীর্ণ হবেন।
সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর; সেই হিসাবে ১৪৯৬ দিন পর ‘পাঠান’ দিয়ে সিনেমা হলে ফিরছেন শাহরুখ।
‘জিরো’ সিনেমা বক্স অফিসে সুপারফ্লপ হলে দীর্ঘ বিরতি নেন শাহরুখ খান। ৩০ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি।