কোথায় জায়েদ খান : ‘দেখা মিলবে, চায়ের আড্ডায়’
এই তো কয়েকমাস আগেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। উপলক্ষ্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই আলোচনা এখন কিছুটা শিথিল হয়েছে; সেই সঙ্গে আগের মত খুব একটা প্রকাশ্যে দেখা মিলছে না নায়ককে।
নির্বাচিত হয়েও সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারেননি জায়েদ। ভাগ্য নির্ধারিত হবে আদালতে। তারপর থেকে আসেননি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)।
কোথায় আছেন জায়েদ খান? এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে জায়েদ খান জানালেন, ‘আমি ঢাকায় আছি, আদালতের রায়ের অপেক্ষায় আছি। গতকাল শুট করলাম বিটিভিতে।’
কিসের শুট? জায়েদ খান জানিয়েছেন, ‘বিটিভির সেলিব্রেটি শো চায়ের আড্ডার অতিথি হয়েছি। দেখা যাবে ঈদে।’
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। সেই জটিলতা এখনো ঝুলে আছে আদালতে।