খুব মন খারাপ বিব্রত মাহির!
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭ জানুয়ারি বসেছিল ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আসর। এই আয়োজনে চিত্রনায়ক সাইমন সাদিক ও মাহিয়া মাহি নাচ পরিবেশন করেছেন মঞ্চে। আর এই নাচ পরিবেশন করতে গিয়ে বেশ বিব্রত চিত্রনায়িকা মাহিয়া মাহি।
কেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই নায়িকার ফেসবুক পেজে ঢুঁ মারলেই। এক ভিডিও বার্তায় মাহি জানিয়েছেন, নাচের সময় তাঁর শাড়ির অংশ খুলে গিয়েছিল।
তিন মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করে মাহি ক্যাপশন জুড়েছেন, ‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই।’
ভিডিওতে মাহি বলেছেন, ‘আমার মন খুব খুব... বেশি খারাপ। আমি জানি না আপনারা আজকে (গতকাল) বিটিভিতে কারা কারা আমার প্রোগ্রাম দেখেছেন। আমি একটু আগে রিহার্সেল করে গেলাম, সব ঠিকঠাক। স্টেজে উঠলাম, আমার শাড়ি খুলে গেল। আর আমার সব স্টেপ মাথা থেকে আউট হয়ে গেল। আমার শাড়ি খুলে যাচ্ছিল, এটা ভাবা যায়? আমার খুব বেশি মন খারাপ।’
এই চিত্রনায়িকা আরো বলেন, ‘ঠিক আছে, অন্য কোনো প্রোগ্রাম হলে এত বেশি মন খারাপ হতো না। সেখানে আমাদের পিএম ছিলেন, উনি দেখছিলেন প্রোগ্রামটা। মন্ত্রী মহাদয় ছিলেন... তাঁদের সামনে আমি শাড়ি নিয়ে টানাটানি করছি। আমার স্টেপ ভুলে গেছি। স্টেপ আসলে ভুলে যাইনি, শাড়ি এমন করে রেখে আসলে নাচা যায় না। আমি ভাবছিলাম আসলে পুরোটা...।’
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায়। নতুন সিনেমার কাজ প্রসঙ্গে এর আগে এনটিভি অনলাইনকে মাহি বলেছিলেন, ‘প্রচুর কাজ হচ্ছে, প্রচুর অফার আসছে। আমার কাছে আসলে মনে হচ্ছে, বেশির ভাগ অফারের মধ্যে বেশির ভাগ না করে দেওয়া হচ্ছে। কারণ, খুব বেশি কোয়ালিটিফুল না হলে আমি হারিয়ে যাব। আমি আসলে খুব বেছে কাজ করার চিন্তা-ভাবনা করছি। ১০০টা কাজ এলে একটা করার চিন্তা-ভাবনা করছি।’