খেলা বদলে গেছে, আসছেন তাপসী!
নতুন সিনেমায় দর্শককে বিনোদন দিতে আসছেন তাপসী পান্নু। ‘সাবাশ মিতু’ সিনেমায় কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজের ভূমিকায় হাজির হচ্ছেন।
এ সিনেমার জন্য বেশ কষ্ট করেছেন তাপসী পান্নু। ক্রিকেট আয়ত্ত করতে ঘাম ঝরিয়েছেন দীর্ঘদিন। অবশেষে এই স্পোর্টস ড্রামার ট্রেইলার মুক্তি পেল। সেখানে দারুণ পারফর্ম করেছেন তাপসী।
বলিউড বাবল বলছে, মিতালি রাজের জীবনযাত্রা ‘সাবাশ মিতু’, যিনি আট বছর বয়সে স্বপ্ন দেখেছিলেন একদিন বড় ক্রিকেটার হবেন। নারী ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।
সম্প্রতি মিতালি রাজ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ট্রেইলারে তাঁর সেই জার্নি তুলে ধরা হয়েছে। সিনেমাটির বার্তা—মনোভাব বদলাও, খেলা বদলে যাবে।
সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি। প্রযোজনা করেছে ভায়াকম ১৮ স্টুডিয়োস। সিনেমাটি হলে মুক্তি পাবে ১৫ জুলাই।
এ ছাড়া তাপসী পান্নুর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা—দোবারা, ব্লার, ওহ ল্যাড়কি হ্যায় কাহাঁ? ও ডানকি।