‘গায়ের জোরে চেয়ারে বসেছেন নিপুণ, আমি এখনো সাধারণ সম্পাদক’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বিজয়ী হয়েও নানা নাটকীয়তায় সেই চেয়ার এখন চিত্রনায়িকা নিপুণ আক্তারের দখলে।
আজ রোববার বিকেল বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করেছেন। সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের দায়িত্ব গ্রহণকে গায়ের জোরে চেয়ার দখল বলে মন্তব্য করেছেন জায়েদ খান।
এনটিভি অনলাইনকে নিপুণ আক্তারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জায়েদ খান বলেছেন, ‘সাধারণ সদস্যদের ভোটে আমি এখনো নির্বাচিত সাধারণ সম্পাদক। বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ, পেশিশক্তি দেখিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করলেই কি সেটাই কার্যকর হয়ে যাবে? আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি।’
জায়েদ খান আরও বলেছেন, ‘আমি সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে আজও (রবিবার) আইনি নোটিশ পাঠিয়েছে যেন তাঁরা অবৈধভাবে নির্বাচিত কোন সাধারণ সম্পাদককে যেন শপথ না পড়ায়। তাঁরা কেউ আইন মানছে না।’
আজকের শপথ অনুষ্ঠানে মিশা সওদাগরের যোগ দেওয়ার বিষয়টি আগে থেকে জানতেন জানিয়ে জায়েদ খান বলেছেন, ‘তাঁর অন্তত আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে আজ বলা উচিত ছিল।’
আজ রোববার বিকেল পৌনে ৬টায় বিএফডিসিতে শুরু হয়। নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। বাকিদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। পরে মিশা সওদাগর সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর। মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিতরা কেউ শপথ নেননি। নির্বাচিত ২১ জনের মধ্যে ১১ জন শপথ নিয়েছেন।
গতকাল জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য পদপ্রার্থী চুন্নুর প্রার্থিতা বাতিল করে নাদির খানকে নির্বাচিত ঘোষণা করেছেন তিনি।