চার দিনে ২০ কোটি
তেলেগু তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবীর ‘লাভ স্টোরি’ এখন আলোচনায়। এ রোমান্টিক ড্রামা দর্শকের মন জয় করতে পেরেছে। বিশেষ করে বর্ণবৈষম্য নিয়ে সিনেমাটির বার্তা দৃষ্টি আকর্ষণ করেছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, গত ২৪ সেপ্টেম্বর মুক্তি পায় ‘লাভ স্টোরি’। ভারত এবং ভারতের বাইরে বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।
মুক্তির দিন এ সিনেমা অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় সংগ্রহ করে ৭.১৩ কোটি রুপি। দ্বিতীয় দিন সংগ্রহ করে ৫.০৮ কোটি রুপি। তৃতীয় দিন এ সিনেমা সংগ্রহ করে ৫.১৯ কোটি রুপি। আর গতকাল সোমবার এ সিনেমা সংগ্রহ করেছে ২.৫২ কোটি রুপি। সেই হিসাবে চার দিনে এ সিনেমার সংগ্রহ ১৯.৯২ কোটি রুপি। আর যুক্তরাষ্ট্রে এ সিনেমা সংগ্রহ করেছে এক মিলিয়ন মার্কিন ডলারের বেশি।
সিনেমাটিতে নাগা-সাই ছাড়াও অভিনয় করেছেন দেব্যানি, রাও রমেশ, পোসানি কৃষ্ণ মুরালি, রাজিব কানাকালা, ঈশ্বরী রাও, সত্যম রাজেশ, উত্তেজ, থাগুবথু রমেশ প্রমুখ। প্রযোজনা করেছেন নারায়ণ দাস কে নারাং ও পুষ্কর রাম মোহন রাও।