চিত্রনাট্য শেষে পরিচালনায় শাহরুখপুত্র, এবার কাতারে নিষিদ্ধ ‘বিস্ট’
পছন্দের কাজের যাত্রা শুরু করতে যাচ্ছেন সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। নাম লেখাচ্ছেন পরিচালনায়; এরই মধ্যে পরীক্ষামূলক শুটও করেছেন এই স্টার কিড। অন্যদিকে, কুয়েতের পর কাতারে নিষিদ্ধ থালাপতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমা।
ফেব্রুয়ারিতে বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, সিনেমা নির্মাণে আগ্রহী আরিয়ান খান চিত্রনাট্য লেখায় মন দিয়েছেন। একাধিক ফিচার ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের সম্ভাবনা রয়েছে, এমন চিত্রনাট্য নিয়ে আরিয়ান নীরবে কাজ করছেন। আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে কাজ করছেন বিলাল সিদ্দিকী; এ ছাড়া শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের চিত্রনাট্য-টিমও কাজ করছে।
এবার পোর্টালটির দাবি, চিত্রনাট্য লেখা শেষে পরিচালনা শুরু করেছেন আরিয়ান। সূত্রের বরাতে পিঙ্কভিলার দাবি, নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব শো নিয়ে কাজ করছেন শাহরুখপুত্র। গেল শুক্রবার ও শনিবার মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুট করেছেন পরীক্ষামূলকভাবে। সেখানে শহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুরের ‘জার্সি’ অভিনেতা প্রীত কামানিকেও সেটে দেখা গিয়েছিল, তবে তিনি এই প্রকল্পে অভিনয় করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
এরই মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন আরিয়ান খান। দ্রুতই শুটিংয়ের তারিখ চূড়ান্ত হবে।
এর আগে পিঙ্কভিলা জানিয়েছিল, আরিয়ানের কাজ করা চিত্রনাট্যগুলো সম্পর্কে বিশদভাবে এখনও জানা যায়নি। তবে যে দুটি কাজ এগিয়ে আছে, তার মধ্যে একটি ফিচার ফিল্ম প্রযোজনা করবে রেড চিলিস আর ওয়েব সিরিজ প্রযোজনা করবে অ্যামাজন প্রাইম। সবকিছু সঠিক গতিতে চললে চলতি বছরে সেই আভাস পাওয়া যাবে।
২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান। গ্রেপ্তারের পর আলোচনার শীর্ষে উঠে আসেন শাহরুখপুত্র।
কুয়েতের পর কাতারে নিষিদ্ধ বিজয়ের ‘বিস্ট’
তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল। এরই মধ্যে সিনেমাটির জোর প্রচারণা শুরু হয়েছে।
তবে সিনেমাটিতে ‘পাকিস্তানবিরোধী’ মনোভাব থাকায় কুয়েত সরকার দেশটিতে নিষিদ্ধ করেছে ‘বিস্ট’। এবার সেই তালিকায় যোগ দিল গুরুত্বপূর্ণ সিনেমার বাজার কাতার। দক্ষিণ ভারতীয় চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক টুইট-বার্তায় এই তথ্য জানিয়েছেন। খবর বলিউড বাবলের। বিভিন্ন মহলের অভিযোগ, সিনেমাটিতে মুসলমানদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিত্রায়িত হয়েছে।
সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে।
পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি।