চেয়ারম্যানের মেয়ের সঙ্গে কৃষকের ছেলের ভাব!
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘পলাতক’।
পারভীন রেজার গল্পে, আদর সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার, স্বর্ণ লতা, রকি খান, মিলি বাশার, এহসানুল হক মিনু, সেলজুক তারিক প্রমুখ।
নাটকের গল্প এমন—সোলেমান চেয়ারম্যান পাঁচ গ্রামের মাতুব্বর। তার বাপেও এর আগে মাতুব্বর ছিল। সেও বাপের মতই বদরাগী, লোক ঠকানো, সরকারি রিলিফ চোর হয়েছে। তার একমাত্র মেয়ে আরোহী। আরোহী আবার যে কলেজে পড়ে, সেই কলেজের বুলবুলের সাথে খুব ভাব-ভালোবাসা। সময় পেলে দুজন সোনাতলা ব্রিজের উপরে গিয়ে হাত ধরে বসে থাকে, ভাব বিনিময় করে।
অপরদিকে বুলবুলের বাবা মোখলেস মিয়া আবার গ্রামের সবচেয়ে সৎ দরিদ্র কৃষক। মা-মরা বুলবুলকে সে কষ্ট করে মানুষ করছে। স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে সোলেমান চেয়ারম্যানের বাপের বিরুদ্ধে সে কঠোর প্রতিবাদ করেছিল, এই যুগেও সে সোলেমান চেয়ারম্যানকে ছাড় দিয়ে কথা বলে না।
মোখলেস এক খণ্ড জমি আছে গ্রামে। আজকাল আবার সেই জমিতে কুদৃষ্টি দিয়েছে মাতুব্বর সোলেমান। জোর করে জমিখানা নামমাত্র মূল্যে কিনে নিতে চায়। এদিকে আবার মোখলেস মিয়াও জান দেবে, তবু জমি ছাড়বে না।
বুলবুল আর আরোহীর প্রেমের সংবাদ লোকমুখে মাতুব্বর সোলেমানের কানে পৌঁছায়। সে মোখলেসের বাড়িতে এসে বুলবুলের সামনে তার গায়ে হাত তোলে। বুলবুলও সেদিন দা নিয়ে মাতুব্বরকে কোপ দিতে উঠে পড়ে। এভাবে নাটক এগিয়ে যেতে থাকে।
নাটকের বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দা ও ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে।