ছেলেকে দেখতে জেলে যাবেন শাহরুখ-গৌরী?
আরিয়ান খানকে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) আটক করে ২ অক্টোবর। মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে রয়েছেন ৮ অক্টোবর থেকে। এ সময়ে মাত্র একবার ছেলের সঙ্গে দেখা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদন বলছে, মা গৌরী খানও একবার ছেলের সঙ্গে দেখা করেছেন, তবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। কারাবিধি অনুযায়ী, কয়েদির সঙ্গে ঘনিষ্ঠজনেরা সপ্তাহে একবার দেখা করতে পারবেন। সে হিসেবে, ২১ অক্টোবর ছেলের সঙ্গে দেখা করেছেন শাহরুখ। সাত দিন অতিবাহিত হয়েছে বুধবার রাতেই। আজ ফের আরিয়ানের সঙ্গে দেখা করতে পারেন শাহরুখ-গৌরী।
পত্রপত্রিকার খবর, ছেলে কারাগারে। নির্ঘুম রাত কাটাচ্ছেন মা-বাবা। ছেলেকে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁরা। কিন্তু তাঁরা কি ছেলেকে দেখতে জেলে যাবেন, না কি আজ তৃতীয় দিনের মতো শুরু হতে যাওয়া জামিন শুনানির জন্য বোম্বে হাইকোর্টে উপস্থিত হবেন?
সূত্র বলছে, আজ বেলা ৩টার পর উচ্চ আদালতে যুক্তিতর্ক শুরু হবে। এনসিবির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন এএসজি। আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিন নামঞ্জুর চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করতে তাঁর বেশ সময় লাগবে। এতে আদালতের নির্ধারিত সময় শেষ হতে পারে। বিচারক আগামীকাল অথবা পরবর্তী কোনও তারিখে রায় দিতে পারেন। যেহেতু সামনেই দীপাবলির ছুটি। তাই আজকের দিনটি শাহরুখ-গৌরীর জন্য বেশ কঠিন।
বোম্বে হাইকোর্টে মাদককাণ্ডে গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিন আবেদনের শুনানি আজ বৃহস্পতিবারও চলবে। শুনানি শুরু হবে ভারতীয় সময় বেলা ৩টার পরে।
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।
মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। পরে মাদককাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনের বেশি মানুষকে আটক করে এনসিবি।