ছেলে গ্রেপ্তার, অনির্দিষ্টকালের জন্য শুটিং স্থগিত শাহরুখের
হঠাৎ মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর পেয়েছেন বলিউড কিং শাহরুখ খান। ক্যারিয়ারজুড়ে তেমন কোনও বিতর্ক যাঁকে স্পর্শ করতে পারেনি, তাঁর ছেলে প্রেপ্তার হয়েছেন মাদক মামলায়।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এই দুঃসংবাদ যখন শাহরুখ পেয়েছেন, তখন তিনি মুম্বাইয়ে অবস্থান করছিলেন। ছিলেন খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলি কুমারের ‘লায়ন’ সিনেমার শুটিংয়ে। দক্ষিণ মুম্বাই হাসপাতাল ও কুম্বল্লা হিলের বিডি পেটিট পার্সি জেনারেল হাসপাতালে সিনেমাটির শুটের শিডিউল ছিল ১০ দিনের। সেই শুটিং বলিউড বাদশাহ স্থগিত করলেও সিনেমাটির শুট চলছে।
টাইমস অব ইন্ডিয়া, আউটলুকসহ একধিক গণমাধ্যমের খবর, অ্যাটলি কুমারের সিনেমাটির শুট চলছে। সেখানে শাহরুখের ডামি চরিত্রে অভিনয় করছেন প্রশান্ত ওয়ালড়ে। তবে সিনেমাটির শুটে শাহরুখ কবে ফিরবেন, সেই তথ্য নিশ্চিত করতে পারেননি সিনেমা-সংশ্লিষ্ট কেউ। প্রশান্ত জানিয়েছেন, সিনেমাটির ২০ দিন শুট সম্পন্ন হয়েছে, এখনও ১৮০ দিনের শুটের পরিকল্পনা রয়েছে। তবে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ের ব্যাপারে কোনও আপডেট জানাতে পারেননি প্রশান্ত।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার শেষ ধাপের গান ও মারপিটের দৃশ্যের জন্য ইউরোপে (স্পেন, রাশিয়া) যাওয়ার কথা ছিল ১০ অক্টোবর। সেই শুট স্থগিত করেছেন কিং খান। কবে শুটে ফিরবেন সেই তথ্য জানা যায়নি।
মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গত ৪ অক্টোবর আরিয়ান খানকে ফের জামিন না দিয়ে ৭ অক্টোবর পর্যন্ত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আদালত।
আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০, ২৭ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। আগামীকাল আরিয়ানের পক্ষে জামিন আবেদন করতে পারেন তাঁর আইনজীবী।