জন্মদিনে বঙ্গবন্ধুর বায়োপিকের টিজার পোস্টার প্রকাশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ হয়েছে আজ।
পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। যদিও দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।
আজ দুপুর আড়াইটায় বিএফডিসিতে পোস্টার উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়েছে, পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের অনেকগুলো মানুষ আমরা দিনের পর দিন এই চলচ্চিত্রের জন্য কাজ করে যাচ্ছি। সবাই অনেক পরিশ্রম করেছেন, জাতির মহাকালজয়ী মানুষটির বায়োপিক সবার কাছে পৌঁছে দিতে। সেটারই একটা প্রথম ধাপ আজকে সবার সামনে তুলে ধরতে পেরে আনন্দ লাগছে।’
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সিনেমাটির পরিচালক বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়; চলে এপ্রিল পর্যন্ত।
‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।