টফি স্টার সার্চ চ্যাম্পিয়ন মহিমা দেব
টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন হলেন মহিমা দেব ত্রয়ী। সংগীত বিভাগে অংশ নেওয়া এ প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট এবং ২৫ লাখ টাকার চেক। ট্যালেন্ট হান্ট শোর প্রথম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ঈশান দে এবং সাদমান খান। তাঁরাও ক্রেস্টের পাশাপাশি পাচ্ছেন যথাক্রমে ১৫ ও ১০ লাখ টাকার চেক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার আয়োজক সংস্থা এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট এবং তিন লাখ টাকার চেক। শীর্ষ দশ প্রতিযোগী পুরস্কার হিসেবে যে চেক পেয়েছেন, তা নগদ অর্থ এবং টফি-এর সঙ্গে চুক্তি মূল্য হিসেবে গণ্য হবে।
আজ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলালিংকের ভারপ্রাপ্ত সিইও তাইমুর রহমান, টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ, হেড অব কনটেন্ট তানভীর হোসেন প্রবাল এবং বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর কাজী উরফি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।