‘ঢাকানামা’র পর জলের গানের ‘এক জীবনের গান’
বছরের প্রথম দুই মাসের দুই তারিখে নতুন দুটি গান নিয়ে এসেছে জনপ্রিয় ব্যান্ড দল জলের গান। গত ২ জানুয়ারি ফেসবুকে প্রকাশিত হয় তাদের গানচিত্র ‘ঢাকানামা’। ঠিক একমাস পর ২ ফেব্রুয়ারি এলো তাদের দ্বিতীয় গান ‘এক জীবনের গান’।
ঢাকা শহরকে নিয়ে জলের গানের প্রধান রাহুল আনন্দের কথা ও সুরে ‘ঢাকানামা’ এরই মধ্যে অন্তর্জালে ব্যাপক সাড়া ফেলেছে। আর সম্প্রতি প্রকাশিত ‘এক জীবনের গান’ গানটির কথা লিখেছেন শাওন আকন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন রাহুল আনন্দ নিজেই।
গানটির ভিডিও চিত্রে দেখানো হয়েছে সারা জীবনে কিছু না পাওয়ার বিরহ। সেটি উপস্থাপনও করেছেন রাহুল আনন্দ। ক্যামেরার সামনে বসে গেয়ে চলেছেন, কিছুই হলো না, কিছুই হবে না, বুঝি/ তবু কেন সকাল-দুপুর, সন্ধ্যা-রাত্রি খুঁজি?... গানের সুরের সঙ্গে সঙ্গে বেড়েছে রাহুলের বয়সও। আর ব্যান্ডের ছয় সদস্যকে অ্যাকুরিয়ামে ডুবিয়ে রাখা হয়েছে ভিডিওটির নিচের সারিতে।
‘জলের গান’ দলটির বর্তমান লাইনআপে রয়েছেন রাহুল আনন্দ, রানা সরোয়ার, এ বি এস জেম, মাসুম মিয়া, দীপ রায়, মল্লিক ঐশ্বর্য, গোপী দেবনাথ ও ডি এইচ শুভ্র।