তরুণ গায়ক রেজাউল হতে চান গানের পাখি
তরুণ সংগীতশিল্পী রেজাউল করিম হতে চান গানের পাখি। ছুঁয়ে নিতে চান দর্শক শ্রোতাদের মন। যদিও এখনই বেশ নামডাক তাঁর। করেন স্টেজ শো। ইউটিউব চ্যানেলেও দর্শক খুব একটা কম না।
‘তোমার আমার প্রেম’ নামে প্রথম গান প্রকাশ পায় রেজাউলের। তিনি বলেন, ‘গান আমার সব। আমি গান গেয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।’
কণ্ঠশিল্পী রেজাউল করিম বলেন, ‘শীতের সময় স্টেজটা বেশি করা হয়। বেশ কয়েকটি শিডিউল আছে। দেশের বাইরেও শো নিয়ে কথা হচ্ছে। মনের সঙ্গে মন মিলে গেলে সেখানেও স্টেজ করব। তাই টানা শোয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি।’
স্টেজ শোয়ে ব্যস্ত হয়ে পড়লেও নতুন গান প্রকাশ করে যেতে চান মো. রেজাউল করিম। তরুণ এ গায়ক বলেন, ‘আসলে প্রতিটি মাধ্যমেই দর্শক-শ্রোতা আছেন। তাই সব মাধ্যমেই সরব থাকতে চাই। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ শেষ হয়েছে; আরও কয়েকটি গানের কাজ চলছে।’
মো. রেজাউল করিম বলেন, ‘আমি আমার গানের মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিতে চাই। ভালো গান উপহার দিতে চাই। এজন্য কঠোর পরিশ্রম করছি। শিগগিরই আমার নতুন অ্যালবাম প্রকাশ হবে।’
মো. রেজাউল করিম ১৯৯৮ সালের ৩১ ডিসেম্বরে কুমিল্লার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তাঁর বাবা সরকারি কর্মচারী এবং মা গৃহিণী।