তাঁদের দ্বৈত গান : আসিফ এখন একান্নোয়, কবির চলছে তিয়াত্তর
কলকাতার নন্দিত গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কবির সুমনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
গানের কথায় সুমন লিখেছেন ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর, চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর।’ সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
এই গান প্রসঙ্গে আসিফ বলেন, ‘আমার ক্ষুদ্র সংগীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি। আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ—কবীর সুমন চেয়েছেন আমি যেন তাঁর সঙ্গে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। জীবনে হয়তো কোনো দিন ভালো কাজ করেছিলাম। হয়তো সবার দোয়া ছিল বলেই ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন।’
আর্ব এন্টারটেইনমেন্ট শিগগিরই গানটি প্রকাশ করবে।
করোনার সময় কবীর সুমনের কথা ও সুর করা ৯টি গান গেয়েছিলেন আসিফ আকবর।