তারকাদের দেখতে এফডিসির গেটে উপচেপড়া ভিড়
ঢাকাই সিনেমার তারকাদের এক নজর দেখতে বিএফডিসির গেটে ভিড় করেছেন সাধারণ মানুষ ও ভক্ত। আর বিএফডিসির ভেতরে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন।
কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দুই প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোট দিতে সকাল থেকে একেক করে প্রবেশ করছেন ঢাকাই সিনেমার অভিনেতা ও কলাকুশলীরা। প্রিয় তারকাকে এক পলক দেখতে তাই গেটের সামনে ভিড় জমিয়েছেন ভক্তরা। তাঁদের চোখ নির্বাচনের দিকেও। কে বিজয়ী হবেন, এ নিয়ে উৎসুক জনতার মাঝেও আলোচনা চলছে।
সরেজমিনে এফডিসি ঘুরে দেখা গেছে, এফডিসির প্রবেশপথে রয়েছে কঠোর নিরাপত্তা। প্রত্যেককে কার্ড দেখিয়ে প্রবেশ করানো হচ্ছে। নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ভোট উপলক্ষে এফডিসিতে আজ ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্পীদের নির্বাচনে এত কড়াকড়িতে নাখোশ সভাপতি পদপ্রার্থী বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি পদপ্রার্থী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপত্তা খুব বেশি। আমি তো পয়লা যখন ঢুকলাম গাড়ি নিয়ে, তখন আমার কাছে মনে হলো যুদ্ধ বোধহয় হবে। এত মানে... সন্ত্রাসী কর্মকাণ্ডেরও বিষয় নেই এখানে। শিল্পীরা আসছে। আরও কম থাকলে ভালো হতো।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমাদের পুরো প্যানেল যদি নির্বাচিত হয়, তবে পুরো ইশতেহার বাস্তবায়ন করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর বলেন, ‘জয়ী হলে আমরা কিছু কাজ করব। বিগত ইশতেহারে যে কাজগুলো করতে পারিনি, হানড্রেডে এইটটি পারসেন্ট করেছি, এটা করব। আরও কিছু কাজ আছে, যেমন মনে করেন, যাঁরা সিক্সটি ইয়ার্স ওল্ড, তাঁদের কাছ থেকে আমরা আর কোনও চাঁদা নেব না। শিল্পী সমিতি পরের বছর থেকে, যাঁদের সিক্সটি বছর হয়ে যাবে, বার্থ ডেট অনুযায়ী, তাঁদের কাছ থেকে চাঁদা নেবে না।’
মিশা সওদাগর আরও বলেন, ‘শিল্পীদের গৃহায়ণের ব্যবস্থার জন্য আমরা সরকারের সাথে কঠিনভাবে যোগাযোগ করব। সেটা আমরা ভালো চেষ্টা করব। হেলদি একটা ফান্ড করেছি। এবার আমরা ১২ লাখ করেছি, এটা একটা ইতিহাস। আমরা এটাকে ৫০ লাখে নিয়ে যাব ইনশা আল্লাহ।’
এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে, সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই ২১ সদস্যের কমিটির এ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছে।
দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর, মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।