তৌসিফের ৩০০ টাকার প্রেম ১০০ টাকায় কিনতে চান ফারিণ!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হতে যাচ্ছে ‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’ শিরোনামে একটি একক নাটক।
মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি নির্মাণ করেছেন আলমগীর রুমান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, জয়রাজ, মাহাবুর রহমানসহ অনেকেই।
আজ মঙ্গলবার দুপুরে ‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’ নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা আলমগীর রুমান এনটিভি অনলাইনকে বলেন, ‘নাটকটি মিষ্টি প্রেমের গল্পে নির্মিত। গল্পে তৌসিফকে লাইট বিক্রেতা হিসেবে দেখা যাবে আর ফারিণকে চা বিক্রেতা। নামের সঙ্গে মিল রেখে বলতে গেলে, তৌসিফের ৩০০ টাকার প্রেম ১০০ টাকায় কিনতে চায় ফারিণ। এর বেশি এখন দর্শকদের জানাতে চাই না। কারণ, গল্পে একটা টুইস্ট আছে, যেটা দর্শকদের ভাবাবে।’