দাদাগিরির ফাইনালে মিঠাই
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দাদাগিরি’র ফাইনালে আসছেন মিঠাই। পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালের জেরে সৌমিতৃষা কুণ্ডু এখন মিঠাই নামে অধিক পরিচিত।
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে ‘দাদাগিরি’র নবম মৌসুম। আর ফাইনালে কী হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। দাদাগিরির ফাইনালে জমিয়ে নাচ করবেন সৌরভ গাঙ্গুলি ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি। থাকছেন জনপ্রিয় মিঠাই।
চূড়ান্ত পর্বে সৌরভের প্রিয় অভিনেতা শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় গান ‘আঁখো মে তেরি অজব সি অজব সি অদায়েঁ হ্যায়’-এর সঙ্গে নাচতে দেখা যাবে সৌরভ-ডোনাকে। সে সময় মঞ্চে থাকবেন মিঠাইও।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। সে জন্য ‘দাদাগিরি’র ফাইনালে মিঠাইয়ের লুক সামনে আসতেই হইচই। মিঠাই পরেছেন গোলাপি লেহেঙ্গা।