দীঘির পর ঝন্টুর সিনেমার নায়িকা নিপুণ, নায়ক ফেরদৌস
গেল বছর প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করে আলোচনায় ছিলেন খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। প্রবীণ এই নির্মাতা ফের সিনেমা নির্মাণ করছেন, তাঁর এবারের সিনেমার নাম ‘সুজন মাঝি’।
গ্রামের পটভূমিতে নির্মিত ছবিটি প্রযোজনা করছেন আবু সাঈদ খান। শুটিং শুরু হওয়ার কথা আছে ১ জুন থেকে। মানিকগঞ্জ ও ঢাকার আশপাশে সিনেমাটির দৃশ্যধারণ হবে।
এনটিভি অনলাইনকে এই সিনেমায় অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করে ফেরদৌস আহমেদ বলেন, ‘আমি ১ জুন থেকে শুটে অংশ নেব। ঝন্টু স্যারের সিনেমায় কাজ করছি, এটাই বড় কথা। উনি এত দিনের অভিজ্ঞ, গুণী একজন; নিশ্চয়ই দর্শককে ভালো একটি সিনেমা উপহার দেবেন।’
সিনেমাটি প্রসঙ্গে নিপুণের ভাষ্য, ‘গ্রামের পটভূমি নিয়ে ছবিই নির্মাণ হয় না। দীর্ঘদিন পর এই ধরনের গল্পে ছবি নির্মাণ হবে জেনে যুক্ত হয়েছি। তা ছাড়া ঝন্টু আঙ্কেল গুণী নির্মাতা। তাঁর সঙ্গে কাজ করতেও ভালো লাগবে।’
এর আগে ফেরদৌস আহমেদ ও নিপুণ আক্তার জুটি বেঁধে ‘শোভনের স্বাধীনতা’, ‘স্বর্গ থেকে নরক’, ‘৫২ থেকে ৭১’-সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন।