দুই চরিত্রে দক্ষিণী সিনেমার শুটিংয়ে ফিরলেন ঐশ্বরিয়া
প্রখ্যাত তামিল পরিচালক মণি রত্নমের ইতিহাস-আশ্রিত সিনেমা ‘পননিয়ান সেলভান’-এর কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শুটিং সেটে যুক্ত হয়েছেন বিক্রম, কার্থি ও জয়ম রবি। সিনেমার দুই কেন্দ্রীয় নারী ঐশ্বরিয়া রাই ও ঐশ্বরিয়া লক্ষ্মীও তামিলনাড়ুর পন্ডিচেরিতে সেটে যোগ দিয়েছেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সিনেমাটিতে বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। তাঁর দুই চরিত্রের নাম নন্দিনী ও মন্দাকিনী দেবী। ঐশ্বরিয়া লক্ষ্মীর চরিত্রের নাম পুনুঝালি আর ত্রিশা চোলা শাহজাদি কুন্দবাইয়ের চরিত্রের অভিনয় করবেন।
সম্প্রতি নির্মাতারা জানিয়েছেন, মণি রত্নমের এ তামিল ভাষার সিনেমাটির প্রথম অংশ মুক্তি পাবে ২০২২ সালে। এই ম্যাগনাম অপাসে রয়েছেন বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, কার্থি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি, ঐশ্বরিয়া লক্ষ্মীসহ অনেকে।
দুদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ সিনেমার প্রথম কিস্তির পোস্টার শেয়ার করেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৫৫ সালে প্রকাশিত কল্কি কৃষ্ণমূর্তির ‘পননিয়ান সেলভান’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ হচ্ছে। এর আগে মণি রত্নম জানিয়েছিলেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে তাঁদের।
ঐশ্বরিয়া রাই বচ্চনকে সবশেষ ২০১৮ সালে ‘ফ্যানি খান’ সিনেমায় দেখা গেছে। এ সিনেমায় আরও অভিনয় করেছিলেন অনিল কাপুর ও রাজকুমার রাও। সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। পত্রপত্রিকার খবর, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ‘গুলাব জামুন’ সিনেমায় তাঁকে দেখা যাবে আর সিনেমাটি প্রযোজনা করবেন অনুরাগ কাশ্যপ।