দুই হলে সালমানের সিনেমার মাত্র ৮৪ টিকেট বিক্রি
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। সিনেমা ও টিভি শোর শুটিং স্থগিত। এসবের মধ্যেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৩ মে মুক্তি পায় সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। করোনার কারণে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। তবে ডিজিটাল মাধ্যমে মুক্তি পায় এ সিনেমা। আর মুক্তির পরেই দর্শক ও সমালোচকদের সমালোচনার শিকার হয় সিনেমাটি।
বলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ত্রিপুরার তিন সিনেমা হলে মুক্তি পায় ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। যদিও তেমন ব্যবসা করতে পারেনি সিনেমাটি। গতকাল শুক্রবার মহারাষ্ট্রের দুই সিনেমা হলে মুক্তি পায় ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। একটি মেলগাঁওয়ের এনজয় এবং অপরটি আওরঙ্গবাদের খিনভাসারা সিনেপ্লেক্সে। এনজয় দুটি শো চালায়, একটি সন্ধ্যা সাড়ে ৭টায়, অপরটি রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, খিনভাসারা সিনেপ্লেক্স দিনে চার শো চালায় : দুপুর ১২টা, ৩টা, ৬টা ১৫ মিনিট ও রাত সাড়ে ৯টায়।
বাণিজ্য সূত্রের বরাতে পোর্টালটি জানিয়েছে, গতকাল আওরঙ্গবাদের থিয়েটার থেকে সালমানের এ সিনেমা সংগ্রহ করেছে মাত্র দুই হাজার ৪২০ রুপি আর মেলগাঁওয়ের থিয়েটার থেকে সংগ্রহ করেছে মাত্র তিন হাজার ৫৯৭ রুপি। সে হিসাবে গতকাল সিনেমাটি সংগ্রহ করে প্রায় ৬,০১৬.৮৬ রুপি। বাংলাদেশের মুদ্রায়ও যা ছয় হাজার টাকার কিছু বেশি। টিকেট বিক্রি হয়েছে মাত্র ৮৪টি।
সালমানের ঈদের সিনেমা ভারতের বক্স অফিসে এ পর্যন্ত সংগ্রহ করেছে ৬৯,২৬৫.৮৬ রুপি।
সালমানের এবারের ঈদের সিনেমা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকে। বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে দুই রেট দিয়ে হতাশা প্রকাশ করেন। এ ছাড়া সামাজিক পাতায়ও চলেছে কটাক্ষ।
বলিউডে প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ এ বছরের সবচেয়ে আলোচিত ও সমালোচিত সিনেমা। এই সুপারস্টারকে সবশেষ ২০১৯ সালে ‘দাবাং থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল। ‘রাধে’ সিনেমায় সালমান খানের নায়িকা দিশা পাটানি। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকে।